Header Ads

Header ADS

সাকিব আল হাসানের নিরাপত্তার বিষয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ সজিব

সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে নিশ্চুপ থাকায় সাকিব আল হাসানের প্রতি ক্রোধ তৈরি হয়েছিলো জনগনের। খেলোয়াড়ের পাশাপাশি আওয়ামীলীগের সংসদ সদস্য ছিলেন সাকিব এটা সবারই জানা। আন্দোলনের আগে যুক্তরাষ্ট্র ও কানাডায় খেলতে যাওয়ার পর থেকে আর দেশে আসেননি সাকিব। এরই মাঝে সাকিবের নামে একটি হত্যা মামলা দায়ের করেন এক ব্যক্তি। বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তান ও ভারতে সফর করার পর সাকিব প্রতিবারই সরাসরি যুক্তরাষ্ট্র থেকে দলের সাথে যোগ দেন।

Criclinebd.com
ছবি:- ক্রিকলাইনবডি
বর্তমানে চলা ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্ট শুরুর আগেরদিন সংবাদ সম্মেলনে টি টোয়েন্টি ও টেস্ট থেকে অবসরের ঘোষণা দেন সাকিব। তবে সাকিব জানান, যদি তার ব্যক্তিগত নিরাপত্তা ঠিক থাকে তাহলে সাউথ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজই হবে সাদা পোশাকের ক্যারিয়ারে তার শেষ টেস্ট। গত বৃহস্পতিবার সাকিবের বিষয়টি নিয়ে মিটিং করে বোর্ডে থাকা বিশিষ্ট কর্তারা। মিটিং শেষে গণমাধ্যমের সাথে আলাপকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি ফারুক আহমেদ সাকিবের ইস্যুতে জানান, কাউকে ব্যক্তিগতভাবে নিরাপত্তা দিতে পারবেনা বিসিবি। 

আরও পড়ুনঃ- আফগানিস্তানের সাথে বাংলাদেশ এর সিরিজ আয়োজন করতে আগ্রহী বিসিবি

এবার সাকিবের নিরাপত্তার বিষয় নিয়ে গণমাধ্যমের সাথে কথা বললেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া৷ আসিফ মাহমুদ জানান খেলোয়াড় সাকিবের নিরাপত্তা যথাযথ করা আছে। কিন্তু ফ্যাসিস্ট সরকারের সংসদ সদস্য সাকিব আল হাসানের নিরাপত্তা চাওয়া অবান্তর। এই প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, ‘খেলোয়াড় সাকিবের নিরাপত্তা যথাযথ নিশ্চিত করাই আছে। তবে, ফ্যাসিস্ট সরকারের (শেখ হাসিনা সরকার) সংসদ সদস্য সাকিব আল হাসানের বিপক্ষে সাধারণ মানুষের তৈরি হওয়া ক্রোধের বিপরীতে নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা অসম্ভব’। 

আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার এমন বক্তব্য থেকে স্পষ্ট বুঝায় যাচ্ছে, সাউথ আফ্রিকার বিপক্ষে মিরপুর শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হোম সিরিজে সাদা পোশাক থেকে সাকিব আল হাসান বিদায় নেওয়ার যে ইচ্ছাপোষণ করেছিলেন তা হয়তো বাস্তবে রুপ নিতে পারে। কিন্তু যদি সাকিব টেস্ট শেষে দেশ থেকে বেরিয়ে যেতে না পারেন তাহলে হত্যা মামলা ও আন্দোলন বিরোধী থাকায় গ্রেফতার হতে পারেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। সাকিব আল হাসান এখন বাংলাদেশ দলের সাথে কানপুরে আছেন। ধারণা করা হচ্ছে ভারতের বিপক্ষে চলমান টেস্ট শেষে সরাসরি যুক্তরাষ্ট্রের উদ্দ্যেশ্যে রওনা দেবেন।

Blogger দ্বারা পরিচালিত.