Header Ads

Header ADS

পাকিস্তানকে হ্যোয়াইটওয়াশ করায় মোটা অঙ্কের বোনাস পাচ্ছে ক্রিকেটাররা

সম্প্রতি পাকিস্তানের মাটিতে শেষ হয়েছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। সেই সিরিজে প্রথমবারের মতো পাকিস্তানকে হ্যোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। এই ঐতিহাসিক টেস্ট জয়ের আনন্দ গড়িয়ে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে ক্রীড়া মন্ত্রণালয় পর্যন্ত। তাইতো শত ব্যস্ততার মাঝেও ক্রিকেটারদের সাথে সাক্ষাৎ করে এই আনন্দ সৃতিময় করে রাখতে সময় বের করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। গত ১২ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করার জন্য তেজগাঁও কার্যালয়ে যান মুশফিক-শান্ত-মিরাজরা।

criclinebd.com
ছবি:- ক্রিকলাইনবিডি
ক্রিকেটাররা কার্যালয় থেকে ফেরার পর গুঞ্জন শোনা যাচ্ছিলো পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের জন্য বোনাস পেতে পারেন স্কোয়াডে থাকা সব ক্রিকেটাররা। এমন জয়ের অর্জনে ক্রীড়া মন্ত্রণালয় থেকে ৩ কোটি ২০ লক্ষ টাকা পুরুষ্কার পাচ্ছে নাজমুল শান্তর দল। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তথ্যে আরো বলা হয়েছে, আগামীকাল (১৪ সেপ্টেম্বর শনিবার) বিকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ক্রিকেটারদের পুরুষ্কারের টাকা বুঝিয়ে দেবেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব। 

আরও পড়ুনঃ- ভারতকে হারানো রীতিমতো অসম্ভব বললেন দীনেশ কার্তিক

এমন অর্জনে আগেও বেশ কয়েকবার ক্রিকেটাররা বোনাস পেয়েছিলেন সরকারের কাছ থেকে। তবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে এই প্রথম ক্রিকেটাররা মোটা অঙ্কের ( ৩ কোটি ২০ লাখ) বোনাস পেলেন। শনিবার জমকালো আয়োজনের মধ্য দিয়ে ক্রিকেটারদের হাতে এই পুরুষ্কার তুলে দেয়া হবে। ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ছাড়াও উপস্থিত থাকবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্মকর্তাও। 

অবশ্য এমন অর্জনের পরও বিশ্রামের সুযোগ থাকছেনা বাংলাদেশ দলের। কারণ টাইগারদের জন্য অপেক্ষা করছে ভারত সিরিজ। এই সিরিজকে সামনে রেখে মাঠে প্রচুর ঘাম ঝরাচ্ছেন ক্রিকেটাররা। আগামী ১৫ সেপ্টেম্বর ভারতের উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ দলের। ১৯ সেপ্টেম্বর ভারতের চেন্নাই শহরে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। মাঝখানে তিনদিনের বিশ্রাম শেষে ২৭ সেপ্টেম্বর কানপুরে শুরু সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট।

Blogger দ্বারা পরিচালিত.