Header Ads

Header ADS

টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ নারী দলের স্কোয়াড ঘোষণা।

ভিন্ন এক উপায়ে আসন্ন নারী টি টোয়েন্টি বিশ্বকাপের ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসীদের নিয়ে ভিডিও বার্তার মাধ্যমে এই স্কোয়াড ঘোষণা করা হয়। ভিডিও বার্তাতে দেখা যায়, স্কোয়াডে থাকা একেকজনের নাম বলে শুভ কামনা জানাচ্ছেন একেক প্রবাসী। ভিডিও বার্তায় আরো দেখা যায় বাংলাদেশ বর্তমান তিন ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে। টাইগার্স এই ক্যাপ্টেন ভিডিও বার্তায় টাইগ্রেসদের আসন্ন বিশ্বকাপ মিশনের জন্য শুভ কামনা জানিয়েছেন। 

Criclinebd.com
ছবি:- ক্রিকলাইনবিডি
আজ বেলা সাড়ে বারোটায় প্রেস কনফারেন্স মিটিংয়ে এই ভিডিও বার্তা প্রকাশ করা হয়। ভিডিওতে পৃথিবীর বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসীদের অন্যান্যভাবে ফুটিয়ে তুলা হয়েছে। বিসিবির উইংসের প্রধান হাবিবুল বাশার সুমনও সংযুক্ত আরব আমিরাতে থাকা প্রবাসী সমর্থকদের মাঠে আসার অনুরোধ জানিয়েছেন। বিশ্বকাপ যাত্রার ১৫ সদস্যের স্কোয়াডে জায়গা হয়নি রুমানা আহমেদ ও সালমা খাতুনের। তবে স্কোয়াডে সুযোগ পেয়েছেন বাংলাদেশের হয়ে এখনো কোনো আন্তর্জাতিক ম্যাচ না খেলা তাজ নেহারের। বাংলাদেশের হয়ে ম্যাচ না খেললেও সদ্য শেষ হওয়া শ্রীলঙ্কা সিরিজে নারী ‘এ’ দলের সঙ্গে ছিলেন নেহার।

আরও পড়ুনঃ- নারী বিশ্বকাপে প্রাইজমানি বেড়েছে আগের চেয়ে তিন গুণ বেশি।

২০২৩ সালে টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে থাকা দিশা বিশ্বাসও আছে এই স্কোয়াডে। ২০ বছর বয়সি দিশার এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি। সবকিছু ঠিকঠাক থাকলে এই স্কোয়াড নিয়ে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে উড়াল দেবে বাংলাদেশ। আগামী ৩ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী মাঠে নামবে বাংলাদেশের টাইগ্রেস বাহিনী। 

বাংলাদেশের স্কোয়াডঃ- নিগার সুলতানা জৌতি (অধিনায়ক), মুর্শিদা খাতুন, স্বর্ণা আকতার, নাহিদা আকতার, সোবহানা মোস্তারি, রিতু মনি, রাবেয়া খান, ফাহিমা খাতুন, সুলতানা খাতুন, মারুফা আকতার, দিলারা আকতার, জাহানারা আলম, তাজ নেহার, সাথী রানি, দিশা বিশ্বাস।

Blogger দ্বারা পরিচালিত.