Header Ads

Header ADS

বাংলাদেশের টি টোয়েন্টি স্কোয়াড ঘোষণা, দলে আছেন নতুন মুখ

ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ (রবিবার) এক বিবৃতিতে টি টোয়েন্টির স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। ২০ ওভার সংস্করণে এই স্কোয়াডে আছে নতুন মুখ বাঁহাতি স্পিনার রাকিবুল ইসলাম। গেলো টি টোয়েন্টি বিশ্বকাপে স্কোয়াডে জায়গা না পাওয়া অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে বিসিবির নির্বাচকরা।

criclinebd.com
ছবি:- ক্রিকলাইনবিডি
এছাড়া ২০২২ সালে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র ম্যাচ খেলা পারভেজ হোসেন ইমনও আছে স্কোয়াডে। অভিজ্ঞ হিসেবে দলে টিকে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। গেলো কয়েকদিনে নেটে কিংবা প্র‍্যাকটিস ম্যাচে মারকুটে ব্যাটিং করা জিসান আলমকে নিয়ে গুঞ্জন থাকলেও স্কোয়াডে জায়গা হয়নি তার। একই সাথে তার   সতীর্থ রিপন মন্ডলও নেই স্কোয়াডে। 

আরও পড়ুনঃ- সাকিব আল হাসানের নিরাপত্তার বিষয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ সজিব

গতকাল ছক্কা হাকিয়ে বল গ্যালারির উপর দিয়ে বাইরে পাঠিয়ে দেয়া সৌম্য সরকারকেও স্কোয়াডে রাখার প্রয়োজন মনে করেননি বিসিবি সিলেক্টররা। তবে চোটের কারণে ভারতের বিপক্ষে স্কোয়াডে না থাকা শরিফুল ইসলামকে রেখেছে ২০ ওভারের এই ফরম্যাটে। আগামী ৬ অক্টোবর গোয়ালিয়রে শুরু হবে সিরিজে প্রথম টি টোয়েন্টি। যথাক্রমে ৯ অক্টোবর দিল্লি ও ১২ অক্টোবর হায়দ্রাবাদ শহরে শুরু হবে শেষ টি টোয়েন্টি। 

বাংলাদেশের টি টোয়েন্টি স্কোয়াডঃ- নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, শেখ মাহেদী, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, রাকিবুল ইসলাম।

Blogger দ্বারা পরিচালিত.