সাকিব ইস্যুতে নিরাপত্তা দিতে পারবেনা বিসিবি
ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে সংবাদ সম্মেলনে এসে সবাইকে চমকে দিয়েছে সাকিব আল হাসান। সাকিব ঘোষণা দিয়েছেন টি টোয়েন্টি ও টেস্ট থেকে বিদায় নিচ্ছেন। ইতিমধ্যে টি টোয়েন্টি থেকে বিদায় নিলেও টেস্টে বিদায় নিতে চান ঘরের মাঠ থেকে। নিজের অবসরের ঘোষণা দেবার সময় সেই ইচ্ছার কথা জানান সাকিব। যেখান থেকে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করেছেন সেখান থেকে বিদায় নিতে চান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আগামী মাসে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য বাংলাদেশ সফরে আসছে সাউথ আফ্রিকা। দেশের সমর্থকদের সামনে প্রোটিয়াদের বিপক্ষে সাদা পোশাকে খেলে টেস্ট ক্যারিয়ারের সমাপ্তি ঘটানোর ইচ্ছাপোষণ করেছেন সাকিব।
ছবি:- ক্রিকলাইনবিডি |
আরও পড়ুনঃ- টি২০ থেকে অবসর, আফ্রিকার বিপক্ষে শেষ টেস্ট খেলবেন সাকিব আল হাসান
সাকিব প্রসঙ্গে বিসিবি সভাপতি ফারুক আহমেদকে প্রশ্ন করা হলে তিনি জানান কাউকে ব্যক্তিগতভাবে নিরাপত্তা দিতে পারবেনা বিসিবি। এই বিষয়ে তিনি বলেন, ‘আমি কোনো এজেন্সি না, র্যাব বা পুলিশও না। সরকারের পক্ষ থেকে নিরাপত্তার বিষয়টা আসতে হবে। আসলে বোর্ড ব্যাক্তিগতভাবে কাউকে নিরাপত্তা দিতে পারবেনা। সাকিব যদি এখান থেকে শেষ করতে পারে, ওর মতো আমিও বিশ্বাস করি এর থেকে ভালো কিছুই হতে পারেনা’।
ফারুক আহমেদ মনে করেন এই মুহুর্তে খুবই খারাপ সময় পার করছে সাকিব। অবশ্য তার এই সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন নতুন বোর্ড সভাপতি। এসব বিষয়ে বিসিবি সভাপতি বলেন, ‘ও (সাকিব) এই মুহুর্তে খুবই বাজে সময় পার করছে। তাকে বুঝানোর চেষ্টা করিনি। সে মনে করেছে অবসরের জন্য এটাই সেরা সময়। আমি সাকিবের সিদ্ধান্তকে সম্মান জানায়। আমার পক্ষ থেকে ওর জন্য আর বেশি কিছু বলা সম্ভব নয়’।
বিসিবি সভাপতির বক্তব্যে স্পষ্ট বুঝাই যাচ্ছে সাকিব ইস্যুতে তারা কোনো পদক্ষেপ গ্রহণ করবেনা। ফলে বাংলাদেশের ঘরের মাঠে সাউথ আফ্রিকার বিপক্ষে সাদা পোশাকে খেলে অবসর নেয়ার যে ইচ্ছাপোষণ করেছেন সাকিব, তা অনেকটা বর্ষাকালের মেঘলা আকাশের মতো অন্ধকারে রুপ নিয়েছে। দেশের ক্রিকেট সমর্থকেরা এক প্রকার ধরে নিতেই পারেন, আগামীকাল (শুক্রবার) ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টই হতে যাচ্ছেন সাদা পোশাকের ক্যারিয়ারে সাকিব আল হাসানের শেষ টেস্ট।