আফগানিস্তানের সাথে বাংলাদেশ এর সিরিজ আয়োজন করতে আগ্রহী বিসিবি
আফগানিস্তানের সাথে বাংলাদেশ এর ক্রিকেট খেলা
আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফির কথা মাথায় রেখে আফগানিস্তানের সঙ্গে সিরিজ আয়োজন করতে আগ্রহী বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ ক্রিকেট দল এখন ভারতের কানপুরে, সেখানে দুটি টেস্ট ও তিনটি টি টোয়েন্টি শেষ করে দেশে এসে সাউথ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। এরপরে ডিসেম্বর দুটি টেস্ট, তিনটি ওয়ানডে, ও তিনটি টি টোয়েন্টি খেলতে ওয়েস্ট ইন্ডিজের উদ্দ্যেশ্যে উড়াল দেবে টাইগাররা।
ছবি:- ক্রিকলাইনবিডি |
আরও পড়ুনঃ- জানা গেলো বিপিএল প্লেয়ার্স ড্রাফট ও শুরুর তারিখ
গতকাল (বৃহস্পতিবার) বোর্ড মিটিংয়ের পর সন্ধ্যায় গণমাধ্যমের সঙ্গে আলাপ করেন বিসিবি বস ফারুক আহমেদ। সেখানে আফগানিস্তানের সিরিজ প্রসঙ্গে তিনি বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার আগে আমরা আফগানিস্তান দলের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলার কথা ভাবছি। কুয়ালালামপুরে আমরা এই সিরিজ নিয়ে কথা বলেছি।’ আফগানিস্তান ক্রিকেট বোর্ড থেকে বলা হয়েছে, ‘বিসিবির সঙ্গে আমাদের যোগাযোগ হচ্ছে, চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় আছি।’
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি কবে হবে?আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি 2025 কোথায় অনুষ্ঠিত হবে?
আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানে হওয়ার কথা রয়েছে পঞ্চাশ ওভার ফরম্যাটের চ্যাম্পিয়ন্স ট্রফি। এর আগে বিসিবির চাওয়া অনুযায়ী আফগানিস্তানের সাথে সিরিজে খেলে নিজেদের পরখ করে নিতে পারবে বাংলাদেশ ক্রিকেট দল। ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ডের সাথে গ্রুপ ‘এ’ তে আছে বাংলাদেশ। দ্বিতীয় গ্রুপে আছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকার পাশাপাশি এইবারই প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করা আফগানিস্তান ক্রিকেট দল।
যদিও এখনো ভারত পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে যাওয়ার ব্যাপারে রয়েছে ধোঁয়াশা। গেলো এশিয়া কাপে পূর্ণাঙ্গ টুর্নামেন্ট পাকিস্তানে হওয়ার কথা থাকলেও সেখানে যেতে অনিহা দেখিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড। এরপর এক প্রকার বাধ্য হয়ে ভারতের ম্যাচ গুলো বিকল্প ভেন্যু অর্থাৎ শ্রীলঙ্কায় অনুষ্ঠিত করতে হয়। যদিও ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের ( আইসিসি) নির্বাহী জানিয়ে দিয়েছেন পাকিস্তানেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফি।