পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ দেখিয়েছে তারা ‘গোনায় ধরার’ মতন শক্তিশালী দলঃ- সুনীল গাভাস্কার
সম্প্রতি পাকিস্তানে গিয়ে তাদের মাটিতে ২-০ তে সিরিজ জিতে পাকিস্তানকে হ্যোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ দল। রাওয়ালপিন্ডির সেই সৃতি এখনো তরতাজা। এই সিরিজ জিতে লাল বলের ক্রিকেটে বাংলাদেশ যে কতটা পারদর্শী সেটা জানান দিয়েছে ক্রিকেট বিশ্বে। সাদা বলের ক্রিকেটে বাংলাদেশ লম্বা সময় ধরে ভালো খেললেও লাল বলের ক্রিকেটে খুব একটা ধারাবাহিক হতে পারছিলেন না টিম টাইগাররা। কিন্তু পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজটি জেতার পর পুরো দল নিজের আত্মবিশ্বাস ফিরে পেয়েছে লাল বলের সংস্করণে। তাই এইদলকে আগের মতো হাল্কাভাবে নিতে নারাজ টিম ইন্ডিয়া।
![]() |
ছবি:- ক্রিকলাইনবিডি |
আরও পড়ুনঃ- টানা তিন জয়ে সিরিজ জিতলো বাংলাদেশ
সুনীল গাভাস্কার বাংলাদেশকে শক্তিশালী অখ্যা দিলেও বাস্তবতা ভিন্ন। শেষের পনেরো দেখায় বাংলাদেশের নামের পাশে জয়ের পাল্লা শূন্য। পনেরো দেখায় মাত্র ২টি টেস্ট ড্র করতে সক্ষম হয়েছে টিম টাইগাররা৷ কিন্তু অতিত দেখে তো আর ক্রিকেট হয়না। বর্তমান দল অনুযায়ী যথেষ্ট ব্যালেন্স টিম বাংলাদেশ। দলের সব ব্যাটার এখন ভালো ফর্মে আছে। সাদমান, জাকির, মুশফিক, লিটন, মেহেদী মিরাজ রান পেয়েছিলেন পাকিস্তানের বিপক্ষে।
বলতে গেলে বাংলাদেশ টেস্ট ক্রিকেট দল এখন সেরা ছন্দে আছে। ব্যাটারদের পাশাপাশি বোলাররাও বেশ ভালো করেছিলো পাকিস্তানে। বিশেষ করে নতুন বলে উইকেট তুলার বিষয়টি খুব ভালোভাবেই করেছে বাংলাদেশের পেসাররা। টেস্ট খেলুড়ে প্রায় সব দলের বিপক্ষে বাংলাদেশ জয় পেলেও, ভারত ও সাউথ আফ্রিকার বিপক্ষে কোনো জয় পায়নি বাংলাদেশ। এবার সামনে ভারত সিরিজ। এবার কি পারবে বাংলাদেশ জয়ের সে আক্ষেপ ঘুচাতে।