Header Ads

Header ADS

ভারতকে হারানো রীতিমতো অসম্ভব বললেন দীনেশ কার্তিক

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের মধ্য দিয়ে ২-০ হ্যোয়াইট ওয়াশ করে বাংলাদেশ। প্রথম টেস্ট কিংবা দ্বিতীয়, দুর্দান্ত গতির ক্রিকেট খেলে তাদের মাঠিতে সিরিজ জয়ের এই অসম্ভব কাজকে সম্ভব করে বাংলাদেশ। চলতি মাসের ১৯ সেপ্টেম্বর থেকে ভারতের মাঠিতে শুরু হবে বাংলাদেশ বনাম ভারতের দুই ম্যাচের টেস্ট সিরিজ। পাকিস্তানের বিপক্ষে এমন জয়ে বাংলাদেশকে সমীহ করবে ভারত, এমনটাই মনে করছেন অনেক ক্রিকেট বিশ্লেষক। এমনকি ভারতের মাঠিতে ভারতকে হারানো সম্ভব বলে মনে করছেন অনেকে। অবশ্য এই বিষয়টি মানতে নারাজ ভারতের সাবেক উইকেট কিপার ব্যাটার দীনেশ কার্তিক।

criclinebd.com
ছবি:- ক্রিকলাইনবিডি
দীনেশ কার্তিকের মতে, বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে ভালো খেললেও ভারতের মাঠিতে তাদেরকে হারানো রীতিমতো অসম্ভব। ভারতের ক্রিকেট ভিত্তিক অনলাইন নিউজ মিডিয়া ক্রিকবাজের ‘হেই সিবি’ নামে এক অনুষ্ঠানে দর্শকদের প্রশ্নের উত্তর দেন তিনি। দীনেশ কার্তিক বলেন, ‘ব্যাক্তিগতভাবে আমার মনে হয়না ভারতকে হারাতে পারবে বাংলাদেশ। আমার মতে ভারতকে ভারতের মাঠিতে হারানো রীতিমতো অসম্ভব ব্যাপার। তারা পাকিস্তানের মাঠিতে পাকিস্তানকে হারিয়েছে ঠিকই, তবে ভারতের জন্য বাংলাদেশকে হারানো সমস্যা হবে বলে আমার মনে হয়না’।

আরও পড়ুনঃ-  পাকিস্তান থেকে সরবেনা চ্যাম্পিয়ন্স ট্রফি, জানালেন আইসিসির প্রধান নির্বাহী

ভারতকে হারানোর বিষয়ে এর আগে বিপরীত প্রতিক্রিয়া দেখিয়েছেন বাংলাদেশের নতুন বোর্ড ডিরেক্টর নাজমুল আবেদিন ফাহিম। ভারতকে হারানো বিষয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি সোজাসাপটা উত্তর দেন গণমাধ্যম কর্মীদের। তিনি মনে করেন, পাকিস্তানের মাঠিতে পাকিস্তানকে হ্যোয়াইট ওয়াশ করাকে খানিকটা অস্বস্তিতে রাখবে ভারতেকে। আগে ভারত বাংলাদেশকে যে লেভেলে চিন্তা করতো এখন আরো বেশি সমীহ করবে। বাংলাদেশ দলের বর্তমান যেই জয়ের ক্ষুধা আছে সেটা ভারতকেও হারাতে পারে বলে মনে করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন ডিরেক্টর নাজমুল আবেদিন ফাহিম। 

চলতি মাসের ১৫ সেপ্টেম্বর ভারতের উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার কথা রয়েছে নাজমুল হোসেন শান্তর দলের। আগামি ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ের চিন্নাচুয়ামি স্টেডিয়ামে শুরু সিরিজের প্রথম টেস্ট। কানপুরে দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৭ সেপ্টেম্বর। এর আগে টেস্টে দুই দেশের মোট পনেরো বার দেখা হয়েছিলো, যেখানে বাংলাদেশের পাশে জয়ের পাল্লা শূন্য। ভারতের বিপক্ষে ১৩ টেস্ট হারের পাশাপাশি ২টি টেস্ট ড্র করতে সক্ষম হয়েছে বাংলাদেশ।

Blogger দ্বারা পরিচালিত.