প্রোটিয়াদের বাংলাদেশ সফর নিয়ে শঙ্কা, সিদ্ধান্ত ছেড়েছেন ক্রিকেটারদের উপর।
চলতি মাসের ভারত সফর শেষে অক্টোবরে ঘরের মাঠে সাউথ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশের। আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম ও টেস্ট চ্যাম্পিয়নস ট্রফির অংশ হিসেবে বাংলাদেশ সফর করার কথা ছিলো সাউথ আফ্রিকা ক্রিকেট দলের। অক্টোবরের ২১ তারিখে প্রথম টেস্ট দিয়ে শুরু হওয়ার কথা ছিলো দুই ম্যাচের টেস্ট সিরিজটি। তবে এই সফর নিয়ে এখন তৈরি হয়েছে শঙ্কা। সূচি চুড়ান্ত হলেও সাউথ আফ্রিকা দল বাংলাদেশ সফর করবে কিনা তা নিয়ে এখন সন্দেহ তৈরি হয়েছে।
ছবিঃ- ক্রিকলাইনবিডি |
আরও পড়ুনঃ- জিম আফ্রো টি-টেনে ওয়ার্নারের দলে খেলবেন এনামুল হক বিজয়
ইউএসপিএন ক্রিকইনফোর মতে, বাংলাদেশ সফরের জন্য ক্রিকেটারদের কোনো চাপ দিচ্ছেনা সাউথ আফ্রিকান ক্রিকেট বোর্ড। এই বিষয়টি সম্পূর্ণ ক্রিকেটারদের সিদ্ধান্তের উপর ছেড়ে দিয়েছে তারা। সম্প্রতি বাংলাদেশের এমন পরিস্থিতির কারণে বাংলাদেশের উপর ভ্রমন নিষেধাজ্ঞা দিয়েছে বিভিন্ন দেশ। আর এই কারণেই বাংলাদেশের সফর নিয়ে দ্বিধাদ্বন্দে আছে ক্রিকেট সাউথ আফ্রিকা। চলতি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নস ট্রফিতে সাত নম্বরে রয়েছে প্রোটিয়ারা।
ম্যাচের হিসেবে টেস্ট চ্যাম্পিয়নস ট্রফিতে আর মাত্র ৬টি ম্যাচ বাকি আছে তাদের। ইংল্যান্ডের লর্ডসে হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে জায়গা করে নিতে হলে ৬টির মধ্যে অন্তত ৫টি টেস্ট জিততে হবে দক্ষিন আফ্রিকাকে। আর এমনটা করতে হলে বাংলাদেশ সফরের বিকল্প নেই প্রোটিয়াদের। তবে বাংলাদেশ সফরে পাওয়া যাবেনা পেসার মার্কো জানসেন ও কোয়েতজিকে। এই দু'জনের মাঠে ফেরার কথা রয়েছে নভেম্বরে।