Header Ads

Header ADS

টানা তিন জয়ে সিরিজ জিতলো বাংলাদেশ

নারী টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে শ্রীলঙ্কার ‘এ’ দলের বিপক্ষে পাঁচ ম্যাচের টি টোয়েন্টিতে টানা তিন ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিলো বাংলাদেশ নারী ‘এ’ দল৷ সিরিজের তৃতীয় টি টোয়েন্টিতে শ্রীলঙ্কার নারী ‘এ’ দলকে ১০ রানে হারিয়েছে টাইগ্রেস বাহিনী। এদিন খেলতে নেমে শ্রীলঙ্কার বোলারদের সামনে দাঁড়াতে পারেনি বাংলাদেশ।

criclinebd.com
ছবি:- ক্রিকলাইনবিডি
তাদের সামনে অসহায়ত্ব স্বীকার করে মাত্র ৯৭ রানে ঘুটিয়ে যায় সফরকারী বাংলাদেশ। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেন সাথী রানি। অবশ্য এই লক্ষ্যকে অনেকটা সহজভাবেই নিয়েছিলো শ্রীলঙ্কা। খেলতে নেমেই আগ্রাসী ব্যাটিং করার চেষ্টা চালাচ্ছিলেন শ্রীলঙ্কা দুই ওপেনার। এরপর দেখা দেয় উইকেট বিপর্যয়।

আরও পড়ুনঃ- উপহার পেয়ে বাংলাদেশ দলকে ধন্যবাদ জানান আসিফ মাহমুদ।

২৮ রানে চার উইকেট হারিয়ে ম্যাচের লাগাম হারিয়ে ফেলে শ্রীলঙ্কা নারী দল। সর্বশেষ ৮৭ রানে আট উইকেট হারিয়ে ১০ রানে পরাজয় স্বীকার করে স্বাগতিক শ্রীলঙ্কা। এর আগে শুরুতে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি বাংলাদেশ। টাইগ্রেস নারীদের হয়ে সাথী রানির পাশাপাশি নিগার সুলতানা জৌতি ১২ ও রিতু মনি ২৫ ছাড়া আর কেউ আশানুরূপ পারফরম্যান্স দেখাতে পারেননি। 

শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন মালশা শেহানী। এই লক্ষ্য খেলতে নেমে ৮৭ রানে ঘুটিয়ে যায় স্বাগতিক শ্রীলঙ্কা ইনিংস। এই ম্যাচ জিতে টানা তিন জয়ে সিরিজ নিজেদের করে নিলো রাবেয়া খানের দল।  

Blogger দ্বারা পরিচালিত.