তামিম ইকবাল ফিরছেন ক্রিকেটে, তবে প্লেয়ার হিসেবে নয়, ধারাভাষ্যকার হিসেবে
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ ক্রিকেট দল। চলতি মাসে ২টি টেস্ট ও তিনটি টি টোয়েন্টি খেলতে ভারত সফর করবে বাংলাদেশ। এমন সময় খবর এলো তামিম ইকবাল ফিরছেন ক্রিকেটে। হ্যাঁ আপনি ঠিকই শুনছেন, তবে ক্রিকেটার হিসেবে নয় তামিম ইকবাল ফিরছেন মাইক্রোফোন হাতে ধারাভাষ্য দেয়ার জন্য। দেশের কিছু বিশ্বস্ত গণমাধ্যমকে এই খবর নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কিছু গোপন সুত্র।
ছবিঃ- ক্রিকলাইনবিডি |
পাকিস্তান সিরিজ শেষে ক্রিকেটাররা এখন ছুটিতে। শান্ত-মিরাজরা মাঠে ফিরলেও অনেক ক্রিকেটার এখনো ছুটিতে। চলতি মাসের ৮ সেপ্টেম্বর ক্যাম্পে যোগ দেওয়ার কথা রয়েছে জাতীয় দলের সকল ক্রিকেটারের। দীর্ঘদিন দলের বাইরে আছেন তামিম ইকবাল খান। কিন্তু এবার ভারত সিরিজে ধারাভাষ্য দেয়ার জন্য ভারতের বিমান ধরবেন তিনি। আগেও কয়েকবার তামিমকে দেখা গিয়েছিলো মাইক্রোফোন হাতে। অবশ্য তখন তামিম ইকবাল অতিথি ধারাভাষ্য হিসেবে অল্প কিছু মুহুর্ত মাইক্রোফোন হাতে নিয়েছিলেন।
আরও পড়ুনঃ- ইংল্যান্ড সিরিজ হাত ছাড়া হতে পারে পাকিস্তান থেকে।
শোনা যাচ্ছে, এবার পুরো সিরিজ জুড়ে মাইক্রোফোন হাতে থাকবেন তামিম ইকবাল। সিরিজ সম্প্রচারকারী প্রতিষ্ঠান ‘স্টারের’ সঙ্গে কথাবার্তা চলছে তামিম ইকবালের। এর আগে তামিম নানান বিষয়ে মাধ্যমে ধারাভাষ্যে আসতে চাওয়ার বিষয়টি ইঙ্গিত দিয়েছেন। এবার বাংলাদেশ দল মাঠে লড়াই করলেও তামিমকে দেখা যেতে পারে ম্যাচের বিশ্লেষণে। একবার বিপিএল এবং অন্যবার বাংলাদেশের হোম সিরিজে অল্প সময়ে ধারাভাষ্য দিয়ে সুনাম কুড়িয়েছেন বাংলাদেশের এই ওপেনার।
তামিম ছাড়াও বাংলাদেশ থেকে ধারাভাষ্য দিতে সাথে দেখা যাবে সবার পরিচিত মুখ আতাহার আলী খানকে৷ দেশের হয়ে টি টোয়েন্টি থেকে অবসর নিলেও টেস্ট ও ওয়ানডেতে এখনো সরে দাঁড়াননি তামিম। মাঠের লড়াইয়ে তামিম ইকবালকে শেষবার দেখা গিয়েছিলো গত বছরে, টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে৷ এবার সবকিছু ঠিক থাকলে কথার লড়াইয়ে দেখা যাবে তামিম ইকবাল খানকে।