Header Ads

Header ADS

সাকিব আল হাসানের চোটের ব্যাপারে জানেন না ব্যাটিং কোচ ডেভিড হেম্প

চেন্নাই টেস্টে প্রথমদিন থেকে তেমন একটা ফুরফুরে মেজাজে দেখা যায়নি সাকিব আল হাসানকে। টসে জিতে বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত বোলিং করার সিদ্ধান্ত নিলে ঐদিনে ৫৩ ওভারে বল করতে আসেন সাকিব। সাকিব দেরিতে বোলিংয়ে আসায় ধারাভাষ্যকার মুরালি কার্তিকের মনে প্রশ্ন জাগে কেন সাকিব দ্রুত বোলিংয়ে আসেনি। পরদিন অর্থাৎ টেস্টের দ্বিতীয় দিনে সাকিব দশম ওভারে বোলিংয়ে আসলে খুব একটা স্বস্তিতে বোলিং করতে দেখা যায়নি তাকে। এর ফলে খেলা শেষে সাকিবকে কাছে পেয়ে মুরালি কার্তিক জিজ্ঞাসা করেন কেন এত দেরিতে বোলিংয়ে এলেন তিনি। 

criclinebd.com
ছবি:- ক্রিকলাইনবিডি
জবাবে সাকিব জানিয়েছিলেন তার বাঁ হাতের স্পিনিং ফিঙ্গারে একটা অস্ত্রোপচার করা হয়েছে। সেটি এখন ফুলে শক্ত হয়ে গেছে। সেই আঙ্গুলে বলের অনুভুতিটাও পাচ্ছেন না সাকিব। তবে, সাকিবের এমন পরিস্থিতির খবর জানেনা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনকি এই বিষয়ে জানেনা বাংলাদেশ দলের ব্যাটিং কোচ ডেভিড হ্যাম্পও। সাকিব কোথায় ইঞ্জুরি হয়েছেন সেটা নিয়েও অবগত নেই ক্রিকেট বোর্ডের কর্তারা।

আরও পড়ুনঃ-  তামিম ইকবাল চেয়েছিলেন বাংলাদেশ অন্তত ভারতের কাছাকাছি করুক।

আজকে খেলা শেষে বাংলাদেশ দলের ব্যাটিং কোচ ডেভিড হ্যাম্পকে সাকিব আল হাসানের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি সরাসরি উত্তর দেন সাকিবের বিষয়ে কিছুই জানেন না তিনি। এই প্রসঙ্গে ডেভিড হ্যাম্প বলেন, ‘এই বিষয়টি নিয়ে আমি অবগত না। তাই আমি এই বিষয়ে কিছু বলতে পারছি না’। 

সাকিবের অমন পরিস্থিতিতে তার পাশে দাঁডিয়েছেন বন্ধু তামিম ইকবাল খান। সাকিবের চোটের বিষয়ে তামিম জানিয়েছেন তাকে ম্যানেজমেন্টের সাথে কথা বলা উচিত। হাতে চোট নিয়ে বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংও করে গেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। হাতে অস্ত্রোপচার নিয়ে প্রথম ইনিংসে বাংলাদেশের ধরাশায়ী ব্যাটিংয়ে কিছুটা প্রতিরোধ গড়ে তুলেন সাকিব। লিটন দাসকে সাথে নিয়ে ৫১ রানের পার্টনারশিপ গড়েন দেশ-সেরা এই তারকা। আজ দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে পাঁচ রানে অপরাজিত থেকে খেলা শেষ করেছেন সাকিব। 

Blogger দ্বারা পরিচালিত.