Header Ads

Header ADS

সাউথ আফ্রিকার বাংলাদেশ সফর নিশ্চিত করেছে সিএসএ

চলতি মাসের মাঝামাঝি বাংলাদেশে আসার কথা ছিলো সাউথ আফ্রিকা ক্রিকেট দলের। আইসিসি টেস্ট চ্যাম্পিয়ন্সশীপের অংশ হিসেবে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা টাইগারদের বিপক্ষে। কিন্তু দেশের অস্থিতিশীল পরিস্থিতির অজুহাত দেখিয়ে বাংলাদেশ সফর নিয়ে নিশ্চুপ ছিলো সাউথ আফ্রিকার ক্রিকেট বোর্ড (সিএসএ)।

criclinebd.com
ছবি:- ক্রিকলাইনবিডি
কিছুদিন আগে বাংলাদেশে দল পাঠানোর বিষয়ে ঢাকায় চার সদস্যের পর্যবেক্ষক দল পাঠায় সাউথ আফ্রিকা। পরদিন স্টেডিয়ামের ঘুরে মাঠ, ড্রেসিং রুম, একাডেমি মাঠ পরিদর্শন করেন তারা।  এরপর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে যৌথ বাহিনীর মহড়া পর্যবেক্ষণ শেষে ফেরত যায় পর্যবেক্ষক দল। 

আরও পড়ুনঃ- বাংলাদেশের টি টোয়েন্টি স্কোয়াড ঘোষণা, দলে আছেন নতুন মুখ

আজ (সোমবার) বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে সাউথ আফ্রিকার বাংলাদেশ সফরে আসার বিষটি। চলতি মাসের ১৬ তারিখ ঢাকায় অবতরণ করবে প্রোটিয়ারা। এরই মধ্যে দুই ম্যাচ শুরু তারিখ এবং ভেন্যুও নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ২১ অক্টোবর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজে প্রথম টেস্ট। এবং ২৯ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে সিরিজে দ্বিতীয় এবং শেষ টেস্ট। 

Blogger দ্বারা পরিচালিত.