নিজের সেরাটা দিয়ে উইকেট শিকারে ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা হাসান মাহমুদের
ভারতের বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশকে চালকের আসনে বসিয়েছে হাসান মাহমুদ। দারুণ সীম মুভমেন্ট ডেলিভারিতে টানা চার উইকেট নিয়ে একাই গুঁড়িয়ে দিয়েছেন ভারতের টপ অর্ডার। রোহিত শার্মা, শুভমান গিল, ভিরাট কোহলি, রিশাভ প্যান্ট কাটা পড়েছেন হাসানের বোলিংয়ে। এর আগে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় তথা শেষ টেস্টের দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট শিকার করে পাকিস্তানকে হারানোর অন্যতম জয়ের নায়ক ছিলেন হাসান মাহমুদ। টেস্টে এমন উইকেট শিকারে নিজের কাছে আনন্দদায়ক বলেন টাইগার এই পেস বোলার।
ছবি:- ক্রিকলাইনবিডি |
আরও পড়ুনঃ- টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ নারী দলের স্কোয়াড ঘোষণা।
সকাল থেকে বোলিং হাতে দাপট দেখাচ্ছিলেন বাংলাদেশের বোলাররা। প্রথম দুই সেশনে তুলে নিয়েছেন ছয় উইকেট। কিন্তু শেষ সেশনের আশ্বিন আর জাদেজার ব্যাটিংয়ে ম্যাচের মোমেন্টাম হারায় বাংলাদেশ। এই বিষয়ে হাসান বলেন, ‘সকাল থেকে আমরা দাপট দেখাচ্ছিলাম। বিকালে উইকেট ভালো হয়ে গেছে৷ আমাদের বোলাররা চেষ্টা করছে বাউন্ডারি মিনিমাইজ করে বল করার জন্য। সকাল থেকে ম্যাচের মোমেন্টাম ছিলো আমাদের দিকে। একটা সময় সেটা ঘুরে ভারতের দিকে। এটা ক্রিকেটের অংশ, ক্রিকেটে যেকোনো কিছু হতে পারে। ইনশাল্লাহ, আগামীকাল আমাদের দিকে ঘুরতে পারে। আমাদের চেষ্টা থাকবে যাতে রান চেক দিয়ে বল করতে পারি।
সকাল থেকে লাগাম টেনে ধরা বাংলাদেশ রবিচন্দ্রন আশ্বিন ও রবিন্দ্র জাদেজার ব্যাটিংয়ে তোপে ব্যাকফুটে চলে গেছে। শুরুতে হাসান মাহমুদের বোলিং তোপে ৩৪ রানে ৩ উইকেট, ১৪৪ রানে ৬ উইকেট ছিলো ভারতের। এরপরে আশ্বিন ও জাদের ১৯৫ রানের অবিচ্ছেদ্য পার্টনারশিপে দিনশেষে ৩৩৯ রান তুলে ভারত। শেষ বিকালে এই দুজন রান তুলে ঝড়ের গতিতে। সেঞ্চুরি করে ১০২ ও ৮৬ রানে এখনো অপরাজিত আছে আশ্বিন ও জাদেজা।