দক্ষিণ আফ্রিকার এসএ২০ লিগের ড্রাফটে দুই বাংলাদেশি
আগামী ৯ জানুয়ারি শুরু হবে দক্ষিণ আফ্রিকার টি২০ ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ২০। এবারের আসরে মোট ২০০ জন ক্রিকেটার নিবন্ধন করেছেন তার মধ্যে ১১৫ দক্ষিণ আফ্রিকার। বিদেশী ক্রিকেটারদের তালিকায় নাম লিখিয়েছেন বাংলাদেশের দুই তারকা পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন ও পেসার হাসান মাহমুদ। যদিও তাদের খেলার ব্যাপারে রয়েছে শঙ্কা। কারণ সবকিছু ঠিক থাকলে আগামী ২৭ ডিসেম্বর থেকে শুরু হতে পারে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এমনটাই জানিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি ফারুক আহমেদ।
ছবি:- ক্রিকলাইনবিডি |
আরও পড়ুনঃ- কানপুর টেস্টে খেলবেন সাকিব আল হাসান
অন্যদিকে মোহাম্মদ সাইফউদ্দিন আছেন বেশ ফুরফুরে মেজাজে৷ চলতি মাসের (সেপ্টেম্বর) মাঝামাঝিতে যুক্তরাষ্ট্রের মাইনর লিগে দারুন পারফরম্যান্স করা সাইফউদ্দিন খেলেছিলেন আটলান্টা ফায়ারের হয়ে। ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্সে লডারডেল লায়ন্সের বিপক্ষে আটলান্টার জয়ে অবদান রেখেছিলেন বাংলাদেশি এই পেস অলরাউন্ডার। ব্যাট হাতে ১৮ বলে ৩২, বল হাতে ৪ ওভারে ১ মেডেনসহ দুই উইকেট শিকারে নিজের জানান দিয়েছেন এই ফেনি এক্সপ্রেস।
সাউথ আফ্রিকার এসএ২০ লিগে হাসান মাহমুদের ভিত্তিমূল ধরা হয়েছে ৪ লাখ ২৫ হাজার র্যান্ড। যা বাংলাদেশি মুদ্রায় ২৯ লাখ ৪৩ হাজার টাকার সমান। অন্যদিনে মোহাম্মদ সাইফউদ্দিনের ভিত্তিমূল ধরা হয়েছে ১ লাখ ৭৫ হাজার র্যান্ড। বাংলাদেশি টাকায় যা ৮ লাখ ৬৫ হাজারের বেশি। গণমাধ্যমের তথ্যমতে আগামী ১ অক্টোবর দক্ষিণ আফ্রিকার ক্যাপটাউন শহরে শুরু হবে প্লেয়ার্স ড্রাফট। প্রতিবারের মতো এবারো ৬ দল নিয়ে ঘটিত হবে এই লিগের তৃতীয় আসর।