Header Ads

Header ADS

পাকিস্তান থেকে সরবেনা চ্যাম্পিয়ন্স ট্রফি, জানালেন আইসিসির প্রধান নির্বাহী

আগামি বছর পাকিস্তানের মাঠিতে অনুষ্ঠিত হওয়ার কথা আছে আইসিসি মিনি বিশ্বকাপ খ্যাত চ্যাম্পিয়ন্স ট্রফি। তবে, পাকিস্তানে যেতে আপত্তি জানায় ভারতীয় ক্রিকেট বোর্ড। পাকিস্তানের সাথে রাজনৈতিক সম্পর্ক ঠিক না থাকায় সেখানে যেতে হস্তক্ষেপ জানায় ভারত। ভারতের দাবী, পাকিস্তান থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর সরিয়ে নিয়ে আসা হোক, নয়তো ভারতের ম্যাচগুলো অন্য দেশের বিকল্প কোনো ভেন্যুতে করা হোক। এই বিষয়টি এবার খোলাসা করেছেন আইসিসি প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস। 

Criclinebd.com
ছবি:- ক্রিকলাইনবিডি
জিওফ অ্যালারডাইস জানান পাকিস্তানেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। এই ট্রফি আয়োজনে পাকিস্তানের সক্ষমতা আছে বলে বিশ্বাস করেন তিনি। গত ১১ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া নারী টি২০ বিশ্বকাপ নিয়ে ব্রিফিং করে আইসিসি। সেখানে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে প্রশ্ন উঠলে আসরটি পাকিস্তানেই হওয়ার কথা জানান আইসিসির এই প্রধান নির্বাহী। প্রেস ব্রিফিংয়ে জিওফ অ্যালারডাইস বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেয়া সবগুলো দল জানিয়েছেন তারা পাকিস্তানে যেতে আগ্রহী। এই ব্যাপারে সবগুলো দলই আইসিসিকে আশ্বস্ত করেছে। সবমিলিয়ে পাকিস্তানের মাঠিতে চ্যাম্পিয়ন্স ট্রফির একটি সফল আসরের প্রত্যাশা করে আইসিসির এই বিশেষ প্রতিনিধি’। 

আরও পড়ুনঃ- ভারত সফরের জন্য টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি, দলে আছেন নতুন মুখ

এখনো ম্যাচের সূচি চুড়ান্ত না হলেও আগামী বছরের ফেব্রুয়ারিতে হওয়ার সম্ভাবনা রয়েছে আইসিসির এই টুর্নামেন্টটি। এবারের আসরে অংশ নেবে আট দল। এখন পর্যন্ত চুড়ান্ত হওয়া গ্রুপ ‘এ’ তে স্বাগতিক পাকিস্তানের সঙ্গে আছে ভারত, বাংলাদেশ ও নিউজিল্যান্ড। দ্বিতীয় অর্থাৎ গ্রুপ ‘বি’ তে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকার সাথে আছে এবারই প্রথম আসর খেলা আফগানিস্তান। এবারের আসরে খেলা হচ্ছে না কোয়ালিফাই করতে না পারা শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের। টুর্নামেন্টের সূচি এখনো চুড়ান্ত না হলেও ভেন্যু চুড়ান্ত হওয়ার খবর পাওয়া গেছে। পাকিস্তানের তিনটি মাঠে হবে এবারের আসর। করাচি, লাহোরের সাথে থাকছে রাওয়ালপিন্ডি।

Blogger দ্বারা পরিচালিত.