Header Ads

Header ADS

এনসিএলের জন্য আরো ভালো মাঠ চান কোচ মিজানুর রহমান বাবুল।

সম্প্রতি ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিলেট ও চট্টগ্রাম টেস্টে নাকানিচুবানি খেয়েছে বাংলাদেশ। সিরিজের দুটি টেস্টেই হেরেছে বাংলাদেশ। সে সময়ে প্রেস কনফারেন্সে ঘরোয়া ক্রিকেটের অবকাঠামোকে দায়ী করেছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মমিনুল হক। মমিনুলের অভিযোগ নতুন হলেও চিত্রটা ছিলো অনেক আগের। দেশের সকল বিভাগকে নিয়ে করা এই টুর্নামেন্টে  আম্পায়ার, খেলার মাঠ, সবকিছুকে প্রশ্নবিদ্ধ করে। যেখানে সদ্য ক্রিকেট শুরু করা দেশের ঘরোয়া ক্রিকেট আন্তর্জাতিক মানের, সেখানে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে নাজেহাল অবস্থা। 

Criclinebd.com
ছবি:- ক্রিকলাইনবিডি
গেলো কয়েক বছরে কিছুটা পরিবর্তন এলেই খুব একটা আশাবাদী হওয়ার সুযোগ ছিলোনা। কিছুটা পরিবর্তন দেখা গেলেও উইকেট ও আম্পায়ার সমস্যার সমাধান হয়নি। তাই এই টুর্নামেন্টকে অনেকে পিকনিক লিগ বলে আখ্যায়িত করে থাকে। আজ সকাল দশটা থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি ফারুক আহমেদের সঙ্গে এসব বিষয়ে বিস্তর আলোচনা করতে দেখা যায় প্রায় প্রতিটি এনসিএল দলের অধিনায়ক, প্রধান কোচ, ও টিম ম্যানেজারকে। প্রতিবার এই টুর্নামেন্ট শুরুর আগে পিকনিক লিগ বিষয়টি উঠে আসে, তাই এবারও ব্যাতিক্রম কিছু নয়। এই বিষয়ে ঢাকা মেট্রোর প্রধান কোচ মিজানুর রহমান বাবুলকে প্রশ্ন করা হলে অনেকটা চালাকির সাথে উত্তর দেন তিনি। তার দাবি এনসিএল কোনো পিকনিক লিগ নয়, যারা এরকম বলে তাদের মাঠে গিয়ে খেলা দেখা উচিত। 

আরও পড়ুনঃ- নারী টি২০ বিশ্বকাপ আরব আমিরাতে হলেও, আয়োজক থাকছে বাংলাদেশ

আজ গণমাধ্যম কর্মীদের সাথে এই বিষয়ে আলাপকালে তিনি বলেন, ‘যারা এমন প্রশ্নগুলো করে তারা মাঠে গিয়ে খেলা দেখে কিনা আমার সন্দেহ আছে। প্রায় শুনি পিকনিক গেম হচ্ছে। এনসিএলের সাথে আমি সরাসরি যুক্ত তাই আমার ধারণা আছে এই টুর্নামেন্ট সম্পর্কে। আমি জানি এখানে পিকনিক খেলা হয় নাকি কি খেলা হয়। যারা এরকম কথা বলছেন তাদের অনুরোধ করবো আপনারা মাঠে গিয়ে খেলা দেখুন’। এনসিএল নিয়ে বেশ কিছু অভিযোগের ভেতর অন্যতম উইকেট, আম্পায়ার ও ভেজা মাঠ। তাই ঢাকা মেট্রোর এই কোচ চান যাতে বৃষ্টির পর খেলা আবার শুরু করা যায় এমন মাঠে খেলা হোক। 

এই বিষয়ে মিজানুর রহমান বাবুল আরও বলেন, ‘যে সময়ে এই টুর্নামেন্ট শুরু হয় তখন বৃষ্টি বেশি হয়। ভাগ্য ভালো থাকলে বৃষ্টি গুলো থাকেনা আর যখন বৃষ্টি হয় তখন খেলা বন্ধ থাকে। আমাদের পর্যাপ্ত ওই পরিমাণ মাঠ নেই যেখানে বৃষ্টি বন্ধের পরও খেলা যায়। আমাদের আরও কিছু মাঠ দরকার যেগুলো বৃষ্টিবিঘ্নিত হলে চারদিনের খেলা সম্পন্ন করা যায়’। এই টুর্নামেন্টের সবকটি দল ঠিক হলেও এখনো ম্যাচ এবং ম্যাচের সময়সূচি নির্ধারণ করা হয়নি। বিসিবির সহকারী নির্বাচক আব্দুর রাজ্জাক জানান, ঘরের মাঠে সাউথ আফ্রিকা সিরিজের জন্য অপেক্ষা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আফ্রিকার সিরিজের দিনক্ষণ ঠিক হলেই এই টুর্নামেন্টের সূচি চুড়ান্ত করবে বিসিবি।

Blogger দ্বারা পরিচালিত.