Header Ads

Header ADS

কারো মতো নয়, আমি নাহিদ রানা, নাহিদ রানায় হতে চাই বাংলাদেশের।

গেলো মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে অভিষেক হয় পেসার নাহিদ রানার। তারপরই প্রথমবারের মতো বিদেশ সফর, অর্থ্যাৎ পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে স্কোয়াডে জায়গা পান তিনি। সেই সিরিজে পাকিস্তানকে ২-০ তে হ্যোয়াইট ওয়াশ করে বাংলাদেশ। ঐ সিরিজে আশানুরূপ পারফরম্যান্স করেন পেসার নাহিদ রানা। তার করা বোলিংয়ে বোকা বনেছেন পাকিস্তানের বাবর, রিজওয়ানদের মতো বাঘা ব্যাটাররা। গতি, লাইন, লেন্থ সবকিছু মিলিয়ে মুগ্ধ করেছে দেশের সমর্থকদের। পাশাপাশি তার তারিফ করতে ভোলেননি পাকিস্তানি কোচ থেকে শুরু করে কোচিং স্টাফরা।

criclinebd.com
ছবি:- ক্রিকলাইনবিডি
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ গতি দেয়া পেসার এখন নাহিদ রানা। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে করা একটি বলের গতি তুলেছেন ঘন্টায় ১৫২ কিলোমিটার। এমন গতির সামনে খেলতে বেশ অস্বস্তিতে পড়তে হয়েছে পাক ব্যাটারদের। অবশ্য এমন গতি দেয়া নাহিদ রানার কোনো না কোনো আইডল থাকবে এমনটাই মনে করেন দেশের ক্রিকেট সমর্থকেরা। আজকে বিসিবির এক ভিডিও বার্তায় নাহিদকে তার আইডল সম্পর্কে প্রশ্ন করা হলে তার উত্তর দেন তিনি।
বিসিবি সাংবাদিক:- দেশ অথবা দেশের বাইরে আপনি কাকে অনুসরণ করেন, এবং কার মতো হওয়ার চেষ্টা করছেন?
নাহিদ রানা:- ‘সত্যি কথা বলতে কাউকে অনুসরণ করা হয়না। বাংলাদেশের সব পেস বোলারকেই ভালো লাগে। কারণ টিভিতে তাদের খেলা দেখেই বড় হয়েছি। আমি কারো মতো হতে চাইনা। আমি নাহিদ রানা, নাহিদ রানাই হতে চাই বাংলাদেশের’।

আরও পড়ুনঃ- প্রোটিয়াদের বাংলাদেশ সফর নিয়ে শঙ্কা, সিদ্ধান্ত ছেড়েছেন ক্রিকেটারদের উপর

মাত্র তিনটি টেস্ট খেলা রানা উইকেট পেয়েছেন ১১টি। দলীয় পরিকল্পনাতে টেস্টে এমন সাফল্য পেয়েছেন বলে জানিয়েছেন তিনি। ম্যানেজমেন্টের পরামর্শ অনুযায়ী ঘন্টায় ১৪৫ থেকে ১৫২ কিলোমিটার পর্যন্ত বল করেছেন তিনি। এই বিষয়ে তিনি আরও বলেন; ‘এটা কখনোই অনুভব করিনি যে ১৫২ (কি/মি ঘন্টায়) বল করতে হবে বা এর চেয়ে জোরে। একটা জিনিসই মাথায় ছিলো দল আমাকে যে পরিকল্পনা দিয়েছে সে অনুযায়ী বল করার চেষ্টা করেছি। আবার কিছুটা আমার নিজের পরিকল্পনা অনুযায়ীও বল করার চেষ্টা করেছি। পেস জিনিস বলে কয়ে করা যায় না, ছন্দের উপর নির্ভর করে।

২১ বছর বয়সি এই ডানহাতি পেসার পাকিস্তান সিরিজের মাধ্যমে ভারত সফরের জন্য নিজের জায়গা পাকাপোক্ত করার ইঙ্গিত দিয়ে রেখেছেন। চলতি মাসে মাঝের দিকে ভারত সফর করবে বাংলাদেশ। ভারতের সাথে দুটি টেস্ট ও তিনটি টি টোয়েন্টি খেলবে টিম টাইগার্স। নিশ্চিতভাবেই বলা যায়, ভারতে বিপক্ষে টেস্টে একাদশে থাকছে বাংলাদেশের এই নতুন স্পিড স্টার। চলতি মাসের ১৯ সেপ্টেম্বর ভারতের চেন্নাই শহরে শুরু হবে প্রথম টেস্ট। 

Blogger দ্বারা পরিচালিত.