ইংল্যান্ড সিরিজ হাত ছাড়া হতে পারে পাকিস্তান থেকে।
বাংলাদেশের বিপক্ষে হারের দুঃখ না ঘোচাতেই ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার কথা ছিলো পাকিস্তানের। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নসশীপের অংশ হিসেবে এই মাসে পাকিস্তানে পা রাখার কথা ছিলো ইংল্যান্ড ক্রিকেট দলের। আগামি ৭ অক্টোবর মুলতানে প্রথম ম্যাচ শুরু হওয়ার কথা ছিলো তিন ম্যাচের টেস্ট সিরিজটির। যথাক্রমে ১৫ অক্টোবর করাচিতে দ্বিতীয় টেস্ট ও ২৪ অক্টোবর রাওয়ালপিন্ডি তৃতীয় টেস্ট শুরু হওয়ার কথা থাকলেও ভেন্যু জটিলতায় সিরিজটি নিয়ে আশার আলোর বদলে অন্ধকার দেখতে শুরু করেছে বাবর আজমরা। পাকিস্তানের বিশ্বস্ত সংবাদ মাধ্যমের মতে, এই সিরিজটি পাকিস্তান থেকে সরে সংযুক্ত আরব আমিরাত অথবা শ্রীলঙ্কায় হতে পারে।
ছবিঃ- ক্রিকলাইনবিডি |
আসছে বছর পাকিস্তানের মাটিতে শুরু হবে ‘মিনি ওয়ার্ল্ড কাপ’ খ্যাত চ্যাম্পিয়ন ট্রফি। এই আসরকে ঘিরে স্টেডিয়াম, একাডেমি মাঠসহ, নানা জায়গার সংস্কার প্রস্তুতি সারছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড৷ মুলতান, করাচি, রাওয়ালপিন্ডি এই তিন স্টেডিয়ামে পূর্ণাঙ্গ সূচি অনুযায়ী ম্যাচ হওয়ার কথা আছে চ্যাম্পিয়নস ট্রফির। সেই আসরের প্রস্তুতি থাকায় বাংলাদেশের বিপক্ষে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের প্রস্তুতি বন্ধ রেখেই সিরিজ খেলেছিলো পাকিস্তান ক্রিকেট দল। দিন দিন ঘনিয়ে আসছে চ্যাম্পিয়নস ট্রফির আসরের সময়, তাই ইংল্যান্ডকে সিরিজকে সংযুক্ত আরব আমিরাত অথবা শ্রীলঙ্কায় করার কথা ভাবছে পিসিবি।
আরো পড়ুনঃ- স্পিন নির্ভর বাংলাদেশে পেসারদের রাজত্ব; টিকবে কতদিন?
পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট নিষিদ্ধ হওয়ায় দীর্ঘদিন দুবাই, আবুধাবি ও শারজাহতে খেলেছিলো পাকিস্তান ক্রিকেট। নিজেদের দেশে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে না পারায় সংযুক্ত আরব আমিরাতকে স্বাগতিক হিসেবে মেনে নিয়েছিলো টিম পাকিস্তান। এবার হয়তো আরো একবার দেশের বাইরে খেলতে হতে পারে শান মাসুদের দলকে। গেলো বাংলাদেশ সিরিজে দ্বিতীয় টেস্ট ম্যাচটি করাচিতে হওয়ার কথা থাকলেও সংস্কার চিন্তা মাথায় রেখে রাওয়ালপিন্ডি হস্তান্তর করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাকিস্তানের গণমাধ্যমের মতে, ভেন্যু পরিবর্তন হলেও সময়-সূচি একই থাকতে পারে। যদিও এই বিষয়ে বোর্ডের কোনো কর্তা পরিষ্কার ভাষায় এখনো কিছু জানায়নি।