Header Ads

Header ADS

বাংলাদেশকে ‘৪০০’ উপরে টার্গেট দিতে চায় ভারত।

চেন্নাই টেস্টে প্রথম দিনে বাংলাদেশী বোলাররা বাজিমাত করলেও দেয়াল হয়ে দাঁড়ায় রবিচন্দ্রন আশ্বিন ও রাবিন্দ্র জাদেজা। ১৪৪ রানে ৬ উইকেট হারিয়ে যখন ভারত রান খরায় ভোগছিলো তখন রবিচন্দ্রন আশ্বিন ও রাবিন্দ্র জাদেজার অবিচ্ছিন্ন জুটিতে ৩৩৯ রানে প্রথম দিন পার করে ভারত। সকালের দুই সেশন বাংলাদেশের পক্ষে থাকলেও বাকি এক সেশন ছিলো ভারতের পক্ষে। পরদিন অর্থাৎ আজ দ্বিতীয় দিনে শুরুতে আগের দিনে সেঞ্চুরি করা আশ্বিন এবং আশির ঘর পার করা জাদেজাকে প্যাভিলিয়নে পাঠায় বাংলাদেশী পেসাররা। 

criclinebd.com
ছবি:- ক্রিকলাইনবিডি
৩৭৬ রানে ভারতকে অল-আউট করে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ভারতীয় বোলিং তোপে শুরুতে সাদমান, এরপর একে একে জাকির, শান্ত, মমিনুল, মুশফিকরা প্যাভিলিয়নের পথে হাটে। সাকিব আল হাসান ও লিটন দাসের জুটি কিছুটা আশা জাগালেও বেশিক্ষণ ঠিকতে পারেনি তারা। মাত্র ১৪৯ রানে সবকটি উইকেট হারিয়ে ফলো- অনে পড়ে বাংলাদেশ। কিন্তু সফরকারীদের দ্বিতীয়বার ব্যাটিংয়ে না পাঠিয়ে ব্যাটিং করতে নামে টিম ইন্ডিয়া। প্রথম দিনের মতো শুরুতে রোহিত শর্মা, যশস্বী জয়সাওয়ালকে ফেরান বাংলাদেশী পেসাররা। এরপর ভিরাট কোহলির উইকেট তুলে নেন মেহেদী হাসান মিরাজ। ৮১ রানে ৩ উইকেট হারিয়ে দিন শেষ করে স্বাগতিকরা। 

আরও পড়ুনঃ- নিজের সেরাটা দিয়ে উইকেট শিকারে ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা হাসান মাহমুদের

৩০৮ রানে পিছিয়ে থাকা বাংলাদেশকে আরো ১২০-১৫০ রান যুক্ত করে ৪০০ উপরে টার্গেট দিতে চাই ভারত। দ্বিতীয় দিনের খেলা শেষে গণমাধ্যম কর্মীদের সাথে আলাপকালে এই কথা বলেন ভারতের স্পিন অলরাউন্ডার রাবিন্দ্র জাদেজা। তিনি বলেন, ‘আমাদের আরো ভালো ব্যাটিং করতে হবে। এখানে আমাদের আরো ১২০-১৫০ রানের উপর যুক্ত করতে হবে। তখন আমরা ভালো অবস্থানে থেকে তাদের (বাংলাদেশ) দ্রুত অল-আউট করে দিতে হবে’।

চেন্নাইয়ের উইকেট দেখে ব্যাটিং সহায়ক মনে হলেও শুরু থেকে দাপট দেখাচ্ছে দুই দলের পেসাররা। প্রথম দিন শেষেও পেসারদের সিম মুভমেন্টের পাশাপাশি সুইংও হচ্ছে। এই প্রসংঙ্গে ভারতীয় এই অলরাউন্ডার বলেন, ‘ব্যাটিং করার জন্য উইকেটটা ভাল হলেও পেসাররা এখনো কিছু সুবিধা পাচ্ছে। কিছু বল সিম আবার কিছু সুইং করছিলো। ব্যাটারদের জন্য কাজটা একেবারেই সহজ নয়। পেসাররা সঠিক জায়গা ধরে রাখতে পারলে সুবিধা পাবে। 

Blogger দ্বারা পরিচালিত.