আফ্রিকার বিপক্ষে হোম সিরিজে সাকিব দলে থাকবেন বলে আশাবাদী বিসিবি
গেলো জুলাই-আগস্ট মাসের পরিস্থিতিতে সাকিব আল হাসান নিশ্চুপ থাকায় বেশ কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে তাকে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের পক্ষে কথা না বলায় সাকিবের প্রতি বেশ ভালোভাবেই চটেছেন তার সমর্থকদের পাশাপাশি দেশের জনগণও। তবে দেশের অমন পরিস্থিতিতে সাকিব তখন কানাডায় গ্লোবাল টি২০ লিগে ব্যস্ত ছিলেন। এরপরই অন্য খবর আসে সাকিবকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এটা শোনার পর দেশের ক্রিকেট পাড়ায় শুরু হয় আলোচনা। গণমাধ্যম থেকে শুরু করে সমর্থকদের মনে একটাই প্রশ্ন, সাকিব কি পরের সিরিজ গুলো খেলতে পারবেন?
ছবি:- ক্রিকলাইনবিডি |
আরও পড়ুনঃ- ভারতের বিপক্ষে সাকিব আল হাসানের ব্যর্থতার কারণ জানালেন সঞ্জয় মাঞ্জরেকার
নাফিস জানিয়েছেন বাংলাদেশ সরকার থেকে স্পষ্ট বার্তা আছে, সাকিবের ব্যাপারে যেই মামলা গুলো হয়েছে সেগুলোর জন্য অন্যায়ভাবে তাকে হেনস্তা করা হবেনা। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘সাকিবের ব্যাপারে অন্তবর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা, ক্রীড়া উপদেষ্টা ও আইন উপদেষ্টা খুব স্পষ্টভাবে জানিয়েছেন, বাংলাদেশ সরকার থেকে স্পষ্ট বার্তাটা আছে, সাকিবের বিরুদ্ধে যেই মামলাগুলো হয়েছে, এই ব্যাপারে কাউকে অন্যায়ভাবে হেনস্তা করা হবে না। আমরা মনে করি, তার ব্যাপারে এখন যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, তারা সুস্পষ্টভাবে তাদের অবস্থান ব্যক্ত করেছে।
চলতি ভারত সিরিজে চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে সাকিব দেরিতে বল করায় সেই বিষয়ে তাকে জিজ্ঞাসা করেন ধারাভাষ্যকার মুরালি কার্তিক। তখন সাকিব জানায় হাতের আঙ্গুলে অস্ত্রোপচার হওয়ার কারণে বল রিলিজ করতে সমস্যা হচ্ছে তার। সাকিবের অস্ত্রোপচারের বিষয়ে শাহরিয়ার নাফিস জানিয়েছেন সাকিবের চোটজনিত সমস্যা ছাড়া হোম সিরিজে সাকিব না খেলার কোনো কারণ দেখছেন না। এই নিয়ে নাফিস বলেন, ‘সাকিবের চোটজনিত ও সিলেকশনজনিত কোনো সমস্যা যদি না থাকে, এখন পর্যন্ত বাংলাদেশে যে হোম সিরিজ আছে, এতে সাকিব আল হাসানের না খেলার কোনো কারণ আমি দেখছি না।’