Header Ads

Header ADS

টি২০ থেকে অবসর, আফ্রিকার বিপক্ষে শেষ টেস্ট খেলবেন সাকিব আল হাসান

টি টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন সাকিব আল হাসান, সাথে বলেছেন সাউথ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট হবে সাকিবের টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচ। আজ কানপুরে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে প্রেস বিবৃতিতে নিজের অবসরের কথা বলেন বিশ্বসেরা অলরাউন্ডার। 

Criclinebd.com
ছবি:- ক্রিকলাইনবিডি
সাকিব শেষ টি টোয়েন্টি খেলেছেন এই বছরের ২৫ জুন আফগানিস্তানের বিপক্ষে গেলো টি টোয়েন্টি বিশ্বকাপে। চৌদ্দ হাজার রানের বেশি ও ৭০০ উইকেট শিকার করা সাকিবকে এবার বেচে নিতে হয়েছে বিদায়ের পথ। যেখান থেকে সাকিব আন্তর্জাতিক ক্রিকেট শুরু করেছেন সেখানে ক্যারিয়ারের সমাপ্তি ঘটাতে চান দেশ সেরা এই তারকা। 

আরও পড়ুনঃ- দক্ষিণ আফ্রিকার এসএ২০ লিগের ড্রাফটে দুই বাংলাদেশি

টি টোয়েন্টি, টেস্ট থেকে অবসর নিলে সাকিব থাকছেন ওয়ানডেতে। হয়তো সাকিব চাচ্ছেন বিদায়ের আগে আরও একটি আইসিসি ইভেন্টে বাংলাদেশের প্রতাকা উঁচিয়ে ধরতে। আগামী বছর ফেব্রুয়ারিতে পাকিস্তানে হওয়ার কথা আসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। হয়তো তারই জন্য সাকিবের এই সংস্করণে অল্প কিছুদিন অপেক্ষা।

বিস্তারিত আরো আসছে....

Blogger দ্বারা পরিচালিত.