শেয়ারদরে কারসাজি করায় সাকিব আল হাসানকে ৫০ লাখ টাকা জরিমানা
সাকিবের বিতর্কিত কর্মকাণ্ড যেনো তার পিছু ছাড়ছেনা। গেলো কিছুদিন আগে সাকিব আল হাসানকে হত্যা মামলার প্রধান আসামি করে মামলা ধায়ের করেছে ঢাকা মোহাম্মদপুরের এক ব্যক্তি। এবার শেয়ার বাজারে শেয়ারদরের কারসাজি করায় সাকিবকে ৫০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি।
ছবি:- ক্রিকলাইনবিডি |
আরও পড়ুনঃ- আফ্রিকার বিপক্ষে হোম সিরিজে সাকিব দলে থাকবেন বলে আশাবাদী বিসিবি
সাকিব ছাড়াও আরো বেশ কিছু সুনামধন্য কোম্পানিকে জরিমানা করেছে বিএসইসি। এদের মধ্যে আবুল খায়ের হিরুকে ২৫ লাখ, ইশাল কমিউনিকেশন লিমিটেডকে ৭৫ লাখ, মোনার্ক মার্টকে ১ লাখ, আবুল কালাম মাতব্বরকে ১০ লাখ, জাহেদ কামালকে ১ লাখ, লাভা ইলেক্ট্রোড ইন্ডাস্ট্রিকে ১ লাখ সহ সর্বমোট ১ কোটি ৬৩ লাখ টাকা জরিমানা করেছে বিএসইসি।
সময়টা যেনো মোটেও ভালো যাচ্ছেন বিশ্বসেরা এই অলরাউন্ডারের৷ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে একের পর এক বেরিয়ে আসছে সাকিবের বিতর্কিত যত কর্মকাণ্ড। যদিও সাকিব বর্তমানে আছেন বাংলাদেশ দলের সাথে ভারতে।