ভারতের বিপক্ষে সাকিব আল হাসানের ব্যর্থতার কারণ জানালেন সঞ্জয় মাঞ্জরেকার
সম্প্রতি সাকিব আল হাসানের সময় খুব একটা ভালো যাচ্ছেনা। ব্যাটিং কিংবা বোলিং, দুইখানেই ব্যর্থ বিশ্বসেরা এই অলরাউন্ডার। বিশেষ করে ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টে একদমি সাদা-মাটা বোলিং করেছেন সাকিব। অন্যদিকে দলের এমন ব্যাটিং ব্যর্থতার দিনে খুব একটা আগ্রাসী ব্যাটিং করতে দেখা যায়নি দেশ সেরা এই ক্রিকেটারকে। সাকিবের এমন হতাশাজনক পারফরম্যান্সের কারণ ব্যাখ্যা করলেন ভারতের ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার। তিনি মনে করেন দুই কারণে সাকিব ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টে ব্যর্থ হয়েছেন।
ছবি:- ক্রিকলাইনবিডি |
আরও পড়ুনঃ- প্রথম টেস্ট হারের পরও ইতিবাচক দিক খুঁজে পেলেন শান্ত
বোলিংয়ে সুবিধা করতে না পারায় সাকিব ব্যাটিং হাতে অলরাউন্ড পারফরম্যান্স করার চেষ্টা করেছিলেন বলে মনে করেন ভারতের এই ধারাভাষ্যকার। এই প্রসঙ্গে মাঞ্জরেকার বলেন, ‘ এই ধরনের উইকেট দেখে এবং ভারতীয় ব্যাটারদের দেখে হয়তো সাকিবের মনে হয়েছে যে তার ব্যাটিং অলরাউন্ডার হিসেবে খেলাটাই ভালো হবে। কারণ, প্রথম ইনিংসে যে ধরনের ব্যাটিং করেছে সাকিব, মনে হচ্ছিল বেশ উজ্জীবিত হয়ে আছে। বোলিংয়ে তাকে আমার তেমন উজ্জীবিত মনে হয়নি’।
এর পাশাপাশি বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সাকিবকে দিয়ে কম বোলিং করিয়েছিলেন বলে মনে করেন সঞ্জয়। তবে সাকিবের রুল বাংলাদেশ দলের আরেক নির্ভরযোগ্য অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ করে গেছেন বলে মানছেন সঞ্জয় মাঞ্জরেকার।