Header Ads

Header ADS

কানপুর টেস্টে খেলবেন সাকিব আল হাসান

ভারতের বিপক্ষে চেন্নাই টেস্ট চলাকালে সাকিবের হাতের আঙ্গুলে অস্ত্রোপচার হওয়ার কারণে ব্যথা অনুভব করছেন এমন খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোড়ন তুলেছিলো। মূলত সাকিব আল হাসানের আঙ্গুলে অস্ত্রোপচার হওয়ার সংবাদ বেরিয়েছিলো ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার মুরালি কার্তিক থেকে। চেন্নাই টেস্টে প্রথম ইনিংসে পঞ্চাশ ওভার পরে বল করতে আসেন সাকিব। সাকিব দেরিতে বোলিংয়ে আসায় প্রশ্ন জাগে মুরালি কার্তিকের মনে।

criclinebd.com
ছবি:- ক্রিকলাইনবিডি
পরদিন সাকিব আল হাসানকে কাছে পেয়ে আগ্রহের সাথে মুরালি কার্তিক জিজ্ঞাসা করেন কেন সাকিব দেরিতে বোলিংয়ে এসেছিলো। জবাবে সাকিব জানিয়েছিলেন হাতের আঙ্গুলে অস্ত্রোপচার হওয়ার কারণে বোলিংয়ে দেরিতে এসেছিলেন সাকিব। তবে, অবাক করার বিষয় হচ্ছে সাকিবের ব্যাপারে কিছুই জানতেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো কর্মকর্তা। 

তারপর থেকে সন্দেহ ছিলো ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে বিশ্বসেরা এই অলরাউন্ডারকে একাদশে পাওয়া যাবে কিনা। তবে সেই সন্দেহ পরিষ্কার করে দিয়েছেন বাংলাদেশের হেড কোচ চান্দিকা হাথুরুসিংহে। হাথুরুসিংহে জানিয়েছেন সাকিব আল হাসানের ইঞ্জুরির ব্যাপারে তিনি অবগত নন। তার নজরে সাকিব পুরোপুরি ফিট আছেন বলে নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ-  শেয়ারদরে কারসাজি করায় সাকিব আল হাসানকে ৫০ লাখ টাকা জরিমানা

এই প্রসঙ্গে হাথুরুসিংহে বলেন, ‘সাকিবের ইঞ্জুরির ব্যাপারে আমার কিছু জানা নেই। তাকে নিয়ে এই মুহুর্তে কোনো অনিশ্চয়তা দেখছিনা। আমি ফিজিও কিংবা কারও কাছ থেকে সাকিবের ইঞ্জুরির বিষয়ে কিছু শুনিনি’। 

হেড কোচ চান্দিকা হাথুরুসিংহের কথায় পরিষ্কার বুঝা যাচ্ছে কানপুরে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে একাদশে থাকবেন দেশসেরা এই তারকা। প্রথম টেস্টে বোলিং-ব্যাটিং হাতে সাকিবের পারফরম্যান্স ছিলো মলিন। তবে এই নিয়ে চিন্তায় ভাজ ফেলতে নিষেধ করেছেন হাথুরু। কানপুর টেস্টে সাকিব ভালো কিছু করবেন বলে আশাবাদী এই লঙ্কান এক্সপ্রেস।

Blogger দ্বারা পরিচালিত.