এবার সাকিব-তামিমকে দেখা যাবে যুক্তরাষ্ট্রের সিক্সটি স্ট্রাইক্স টুর্নামেন্টে।
আগামী ৪ থেকে ১৪ অক্টোবর শুরু হবে যুক্তরাষ্ট্রের সিক্সটি স্ট্রাইক্স টুর্নামেন্টে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগ আয়োজন করছে এই টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে দল পেয়েছেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল খান। লস অ্যাঞ্জেলস ওয়েবসের হয়ে খেলবেন সাকিব আল হাসান ও টেক্সাস গ্লাডিয়েটর্সের খেলবে তামিম ইকবাল। বাংলাদেশের এই দুই ক্রিকেটারকে এক সাথে খেলতে দেখার ইচ্ছা পূরণ হতে যাচ্ছে ক্রিকেট প্রেমিদের। শেষবার এই দুজনকে একসাথে খেলতে দেখা গিয়েছিলো বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)।
![]() |
ছবি:- ক্রিকলাইনবিডি |
আরও পড়ুনঃ- পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ দেখিয়েছে তারা ‘গোনায় ধরার’ মতন শক্তিশালী দলঃ- সুনীল গাভাস্কার
অন্যদিকে তামিমকে শেষবার মাঠে দেখা গিয়েছিলো গত বিশ্বকাপের আগে। এরপর থেকেই আন্তর্জাতিক ক্রিকেট বা ঘরোয়া ক্রিকেট কোনোটিতেই আর দেখা মিলেনি তামিম ইকবালের। এক সময়ের দুই বন্ধু সাকিব-তামিমের মাঝে ফাটল ধরেছে। একজন অন্যজনের থেকে দূরে আছে বেশ অনেকদিন আগে থেকে। এবার সবকিছু ঠিক থাকলে একই ম্যাচে দেখা যেতে পারে সাকিব আল হাসান আর তামিম ইকবালকে।
যদিও তারা এই টুর্নামেন্ট খেলতে যাবে কিনা এখনো সন্দেহ আছে। কারণ টুর্নামেন্ট চলাকালীন সময়ে রয়েছে বাংলাদেশের ভারত সিরিজ। এই সিরিজের জন্য বর্তমানে বাংলাদেশ দলে যোগ দিয়েছেন সাকিব। এই সিরিজে সাকিবকে মাঠে দেখা গেলেও তামিমকে দেখা যাবে ধারাভাষ্যকার হিসেবে। এরই মাঝে তারা আমেরিকার এই টুর্নামেন্টে যাবে কিনা বা সময় বের করতে পারবেন কিনা তা এখনো অজানা। সাকিব তামিম ছাড়াও বেশকিছু নামি-দামি খেলোয়াড় দলে ভিড়িয়েছে লস অ্যাঞ্জেল ও টেক্সাস গ্লাডিয়েটর্স।