Header Ads

Header ADS

নারী টি২০ বিশ্বকাপ আরব আমিরাতে হলেও, আয়োজক থাকছে বাংলাদেশ

সম্প্রতি জুলাই-আগস্ট মাসে বাংলাদেশে ঘটে যাওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে অস্থিরতা শুরু হয় বাংলাদেশে। এই অস্থিরতা শুরু হওয়ার আগ পর্যন্ত  বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো নারী টি টোয়েন্টি বিশ্বকাপ। দেশের অমন পরিস্থিতি শুরু হওয়াতে বাংলাদেশকে কঠোর নজরদারীতে রেখেছিলো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। শেষ পর্যন্ত ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত ও নিউজিল্যান্ড বাংলাদেশে ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়াতে বিশ্বকাপ আয়োজন থেকে সরে আসতে হয় বাংলাদেশকে। এরপরই বিকল্প ভেন্যু হিসেবে এই আসর আয়োজন করার জন্য ভারতকে প্রস্তাব দেয় আইসিসি। সেই প্রস্তাব পাওয়ার পর সাথে সাথে নাকচ করে দেয় ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল বোর্ড (বিসিসিয়াই)।

Criclinebd.com
ছবি:- ক্রিকলাইনবিডি
অবশেষে নারীদের এই আসরটি আয়োজন করার জন্য সংযুক্ত আরব আমিরাতকে বেচে নিয়েছে আইসিসি। সংযুক্ত আরব আমিরাতের শারজাহ, দুবাই, আবুধাবিতে হবে আসরের সবকটি ম্যাচ। সংযুক্ত আরব আমিরাতে এই আসরটি আয়োজন হলেও আয়োজক দেশ হিসেবে থাকছে বাংলাদেশের নাম। এমনটাই জানিয়েছেন আইসিসি। এই আসরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি সেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এই আসরটি দেশে না হলেও সবধরণের সুযোগ সুবিধা আগের মতো থাকছে নিগার সুলতানা জৌতির দলের জন্য।

আরও পড়ুনঃ- কারো মতো নয়, আমি নাহিদ রানা, নাহিদ রানায় হতে চাই বাংলাদেশের।

আগামী ৩ অক্টোবর শুরু হবে এই আসর। আয়োজক দেশ এবং ভেন্যু পরিবর্তন হলেও ঠিক থাকছে ম্যাচের সূচি। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ নারী দলের প্রতিপক্ষ স্কটল্যান্ড নারী ক্রিকেট দল।  তিন অক্টোবর শুরু হয়ে ২০ অক্টোবর ফাইনাল দিয়ে শেষ হবে এই আসরটি। এর আগে একই কান্ড হয়েছিলো ২০২১ সালে ছেলেদের টি২০ বিশ্বকাপে। ২০২১ সালে অস্ট্রেলিয়ার মাঠিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো ছেলেদের টি২০ বিশ্বকাপ। হঠাৎ করোনায় পরিস্থিতি অবনতি হওয়ায় অস্ট্রেলিয়া থেকে সরে সেই বিশ্বকাপ আয়োজন হয় সংযুক্ত আরব আমিরাতে। ঠিক একইভাবে সেইভারও আয়োজক দেশ  ছিলো অস্ট্রেলিয়া। 

Blogger দ্বারা পরিচালিত.