তামিম ইকবাল চেয়েছিলেন বাংলাদেশ অন্তত ভারতের কাছাকাছি করুক।
চেন্নাই টেস্টে ভারতের কাছে ধরাশায়ী বাংলাদেশ। টেস্টের প্রথম ইনিংসে ১৪৯ রান বোর্ডে জমা করতেই সব উইকেট হারায় বাংলাদেশী ব্যাটাররা। টাইগারদের এমন মলিন ব্যাটিংয়ে হতাশ তামিম ইকবাল খান। দিনের শুরুতে আগের দিনে ছয় উইকেট হারানো ভারতকে ৩৭৬ রানে অল আউট করে বাংলাদেশ। এইদিনে টাইগাররা ব্যাটিংয়ে নেমে ৪০ রানে হারায় সাদমান, জাকির, শান্ত, মমিনুল, ও মুশফিকুর রহিমের উইকেট। এরপর সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম দলের কিছুটা হাল ধরলে একশো রানের গন্ডি পেরোয় বাংলাদেশ। টাইগারদের এমন ব্যাটিংয়ে হতাশ হয়েছেন এই সিরিজে ধারাভাষ্যকার হিসেবে অভিষেক হওয়া তামিম ইকবালের।
ছবি:- ক্রিকলাইনবিডি |
আরও পড়ুনঃ- বাংলাদেশকে ‘৪০০’ উপরে টার্গেট দিতে চায় ভারত।
আজ দ্বিতীয় দিনের খেলায় দু'দলের মোটা ১৭ উইকেটের পতন হয়েছে, যেখানে ১৪ উইকেট নিয়েছে পেসাররা। ব্যাটিং সহায়ক উইকেটে পেসারদের আধিপত্য। উইকেট নিয়ে তামিমকে প্রশ্ন করা হলে জবাবে তিনি বলেন, ‘উইকেট যে কঠিন সেটা বলবোনা। কিছু দারুণ ডেলিভারি ছিলো সাথে কিছু বাজে শট সিলেকশন ছিলো। সুতরাং এটা মিক্সড ছিলো। উইকেটে একেবারে সুবিধা যে পায়নি তা না, নতুন বলে অবশ্যই সুবিধা পেয়েছে। কিছু ডেলিভারি খুবই ভালো ছিলো কিন্তু আমরা কিছু বাজে শট খেলেছি’।
দ্বিতীয় দিনে ৩ উইকেট হারিয়ে ৩০৮ রানে এগিয়ে আছে স্বাগতিক ভারত। টাইগাররা ১৪৯ রানে ঘুটিয়ে যাওয়ার পর ফলো-অনে পড়লেও বাংলাদেশকে দ্রুত হারাতে আবারো ব্যাটিংয়ে নামে ম্যান ইন ব্লুরা। প্রথম দিনের মতো অধিনায়ক রোহিতকে খুব দ্রুত ফেরায় বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। আগেরদিনে হাফ সেঞ্চুরি করা যশস্বী জয়সাওয়ালের উইকেট তুলে নেন তরুণ ইয়ং স্টার নাহিদ রানা। এরপর পরই ভিরাট কোহলিকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মিরাজ। দলীয় ৮১ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করে স্বাগতিকরা। শুভমান গিল ৩৩ ও রিশ্যাভ প্যান্ট ১২ রানে অপরাজিত আছেন।