বিগ ব্যাশের পর জিম-আফ্রো টি-টেনে খেলবেন রিশাদ হোসেন
গত টি টোয়েন্টি বিশ্বকাপে বল হাতে ছিলেন অসাধারণ। তার বোলিংয়ে মুগ্ধ হয়েছেন ক্রিকেট বিশ্ব। বাংলাদেশের হয়ে সেই বিশ্বকাপে নিয়েছিলেন ১৪টি উইকেট। রিশাদের এমন মনোমুগ্ধকর বোলিংয়ে নজর কেড়েছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লীগের। আর তাই বিশ্বকাপ শেষ হতে না হতেই কানাডায় গ্লোবাল টি টোয়েন্টিতে দল পেয়েছিলেন রিশাদ। কথায় আছে, ভাগ্য যদি সাথে না থাকে তার আর কি কিইবা করার আছে। টরেন্টো ন্যাশনালসের হয়ে রিশাদের খেলার কথা থাকলেও ভিসা জটিলতায় শেষ পর্যন্ত যেতে পারেননি তিনি। কিছুদিন আগে বিগ ব্যাশের প্লেয়ার্স ড্রাফট থেকে রিশাদকে দলে ভেড়ায় হোবার্ট হারিকেন্স। এই প্রথম কোনো বাংলাদেশি বিগ ব্যাশ লিগের ড্রাফট থেকে সরাসরি দল পেলেন। দল পেলেও বিপিএলের জন্য কয়টি ম্যাচ খেলতে পারবেন এখনো নিশ্চিত করে বলা যাচ্ছেন।
ছবিঃ- ক্রিকলাইনবিডি |
এর আগে টুর্নামেন্টটির প্রথম আসরে জোবার্গ বাফেলোসের হয়ে মুশফিক এবং বুলাওয়ে ব্রেভসের হয়ে দল পান তাসকিন আহমেদ। খেলোয়াড়দের নিলাম অনুষ্ঠিত হওয়ার আগে একজন করে মার্কি ক্রিকেটার নেওয়ার সুযোগ থাকে। এই সুযোগ কাজে লাগিয়ে সেইভার মুশফিককে দলে ভেড়ায় জোবার্গ বাফেলোস। অন্যদিকে প্লেয়ার্স ড্রাফটের প্রথম রাউন্ডে ‘এ ক্যাটাগরি’ থেকে তাসকিনকে দলে নেয় বুলাওয়ে ব্রেভস। সেই আসরে জাঁকজমকপূর্ণ পূর্ণ পারফরম্যান্স করেন মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ। আগামীকাল (৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটির প্লেয়ার্স ড্রাফট। টুর্নামেন্টটির এবারের আসর শুরু হবে ২১ সেপ্টেম্বর, যার ফাইনাল হবে ২৯ সেপ্টেম্বর।
কোন মন্তব্য নেই