জিম আফ্রো টি-টেনে ওয়ার্নারের দলে খেলবেন এনামুল হক বিজয়
রিশাদ হোসেনের পর এবার দ্বিতীয় বাংলাদেশী হিসেবে জিম্বাবুয়ের জিম আফ্রো টিন-টেন লিগে দল পেলেন বাংলাদেশের ডানহাতি ব্যাটার এনামুল হক বিজয়। সম্প্রতি এক বিবৃতিতে এনামুল হক বিজয়কে দলে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছে বুলাওয়ে ব্রেভস। এই আসরে দ্বিতীয় বাংলাদেশী হিসেবে এই টুর্নামেন্টটি খেলার সুযোগ পাচ্ছেন বিজয়।
ছবিঃ- ক্রিকলাইনবিডি |
চলতি মাসের ২১ তারিখ থেকে শুরু হবে জিম আফ্রো টি-টেনের নতুন আসর। এই আসরকে সামনে রেখে ড্রাফট থেকে এনামুল হক বিজয়কে দলে ভেড়ায় বুলাওয়ে ব্রেভস। ড্রাফটের ‘সি ক্যাটাগরিতে’ ছিলেন বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটার৷ সেই দলে আইকন ক্রিকেটার হিসেবে রয়েছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তী ডেভিড ওয়ার্নার। সেই সাথে দলে আরো জায়গা পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কার্লোস ব্রাথওয়েট, শ্রীলঙ্কার আকিলা ধনঞ্জয়া।
এর আগে ড্রাফটের বাইরে থেকে সরাসরি চুক্তিতে রিশাদকে হোসেনকে দলে ভিড়িয়েছে হারারে বোল্টস। এই লিগের প্রথম আসরে বুলাওয়ে ব্রেভসের হয়ে খেলেছেন তাসকিন আহমেদ, অন্যদিকে জোবার্গ বাফেলোসের হয়ে মাঠ মাতিয়েছিলেন বাংলাদেশের আরেক উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম। দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এই আসর শুরু হবে ২১ আগস্ট এবং ফাইনাল হবে ২৯ আগস্ট।
বিস্তারিত আরো আসছে....
কোন মন্তব্য নেই