Header Ads

Header ADS

শান্তর কথায় রহস্য; তাহলে কি মাহমুদউল্লাহ টি২০ অবসরে যাচ্ছেন?

দীর্ঘ ১৭ বছর জাতীয় দলের ফিনিশিং রুল প্লে করছেন সাইলেন্ট কিলার খ্যাত মাহমুদউল্লাহ রিয়াদ। প্রায় দেড় যোগের ক্যারিয়ারে দলকে অনেক কিছুই দিয়েছেন মাহমুদউল্লাহ। সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় বলেছেন বছর দুই-এক বছর হলো। ৩৮ বছরে পা দেয়া এই ক্রিকেটার এখনো খেলে যাচ্ছেন জাতীয় দলের দুই ফরম্যাট ওয়ানডে ও টি টোয়েন্টিতে।

criclinebd.com
ছবি:- ক্রিকলাইনবিডি
চলতি মাসের ভারত সিরিজের জন্যও স্কোয়াডেও জায়গা নিয়েছেন তিনি। তবে কি ভারতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ শেষে ক্রিকেটের ছোট ফরম্যাটটাকে বিদায় জানাতে চান মাহমুদউল্লাহ রিয়াদ? এমনটা ইঙ্গিত পাওয়া গেছে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বক্তব্য থেকে। প্রথম টি টোয়েন্টি শুরু আগে আজ গোয়ালিয়রে সংবাদ সম্মেলনে এমনই ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। খুব একটা স্পষ্ট করে না বললেও ইঙ্গিত পাওয়া যাচ্ছে ভারতের বিপক্ষে এই সিরিজ খেলে টি টোয়েন্টির লম্বা ক্যারিয়ারের ইতি টানবেন ফিনিশার মাহমুদউল্লাহ রিয়াদ। 

আরও পড়ুনঃ- সাকিব আল হাসান টেস্ট ম্যাচ খেলতে ফিরতে পারেন দেশে

রিয়াদের প্রসঙ্গে অধিনায়ক শান্ত জানান, মাহমুদউল্লাহ রিয়াদের জন্য এই সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ। মাহমুদউল্লাহ রিয়াদের প্রসঙ্গে শান্ত বলেন, ‘আমি যতটুকু বুঝতে পারি রিয়াদ ভাইয়ের জন্য এই সিরিজ খুবই গুরুত্বপূর্ণ এবং হয়তো উনি নির্বাচকের সঙ্গে কথাও বলবেন, এ বিষয়ে আমি খুব একটা জানিনা। কিন্তু আমার ব্যাক্তিগতভাবে মনে হয় যে, অবশ্যই নির্বাচক ও বোর্ডের সঙ্গে একটা আলোচনা তো হবেই।'

গেলো ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে স্কোয়াডে জায়গা পাওয়াতে অনেক আলোচনা-সমালোচনা হয়েছিলো মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে। কিন্তু সেই আসরে বিশ্বকাপের সেরা পারফর্মার হয়েছিলেন দেশের এই ফিনিশার। তবে সম্প্রতি সময়ে মাহমুদউল্লাহ রিয়াদের পারফরম্যান্স খুব একটা সন্তোষজনক নয়। আমেরিকায় অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপে ব্যাটিং ব্যার্থতায় সমালোচনার শিকার হোন মাহমুদউল্লাহ। তবে এসবকে পিছনে ফেলে ভারত সিরিজকে সামনে রেখে মিরপুরে প্রচুর ঘাম জড়িয়েছেন সাইলেন্ট কিলার খ্যাত রিয়াদ।

সংবাদ সম্মেলনে লম্বা সময় ধরে সার্ভিস দেয়া মাহমুদউল্লাহর সাথে অনেকে শামীম পাটোয়ারীর সঙ্গে তুলনা দিয়ে থাকেন৷ তবে এসব তুলনায় যেতে চাননা দেশের এই ক্যাপ্টেন। শান্ত পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ অনেক ম্যাচ জিতিয়েছেন, দলে তার অনেক অবদান রয়েছে। নাজমুল হোসেন শান্ত আরও বলেন,  ‘কার সঙ্গে কার তুলনা করছেন। জিনিসটা হচ্ছে, রিয়াদ ভাই এত বছর ধরে বাংলাদেশকে সার্ভিস দিয়েছেন, ভালো করছেন। অনেক ম্যাচ জিতিয়েছেন, অনেক ম্যাচ হয়তো শেষ করে আসতে পারেননি, কিন্তু উনার বাংলাদেশ দলে অনেক অবদান রয়েছেন। শামীম পাটোয়ারী তরুণ একজন ক্রিকেটার এবং খুবই ভালো খেলছেন, খুবই ভালো ব্যাটিং করছেন। এ মুহূর্তে যদি আমাকে বলেন রিয়াদ ভাই অনুশীলন ম্যাচে ভালো করেনি, এটা আমার কাছে ম্যাটার করে না।'

Blogger দ্বারা পরিচালিত.