টি টোয়েন্টিতে মাহমুদউল্লাহ রিয়াদের অবসর; কালই আসবে ঘোষণা
আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন বছর তিনেক হলো। এবার টি টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিচ্ছেন বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। আগামীকাল ভারতের দিল্লি থেকে আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে নিজের অবসরের ঘোষণা দিতে পারেন বাংলাদেশের সাইলেন্ট কিলার খ্যাত মাহমুদউল্লাহ রিয়াদ। বাংলাদেশের জনপ্রিয় পত্রিকা ‘প্রথম আলো’ রিয়াদের অবসরের খবরটি প্রকাশ করেছেন। রিপোর্টে বলা হয়েছে, ভারতের বিপক্ষে মাহমুদউল্লাহ রিয়াদের টি টোয়েন্টি ক্যারিয়ারের শেষ সিরিজ। আগামীকাল নিজের অবসরের কথা জানাবেন দেশের অন্যতম সেরা এই ক্রিকেটার।
ছবিঃ- সংগৃহীত |
আরও পড়ুনঃ- সাকিব আল হাসান টেস্ট ম্যাচ খেলতে ফিরতে পারেন দেশে
শান্তর এমন বক্তব্য শোনার পর সবাই আন্দাজ করেছিলেন এবার বুঝি রিয়াদের টি টোয়েন্টি ক্যারিয়ারের সমাপ্তি ঘটতে যাচ্ছে। এবার কাকতালীয়ভাবে সেভাবেই ঘটতে চলেছে। সবকিছু ঠিক থাকলে আগামীকাল টি টোয়েন্টি থেকে নিজের অবসরের ব্যাপারে ঘোষণা দেবেন ডানহাতি এই ব্যাটার। জানা গেছে আগামীকাল অবসরের ঘোষণা দিলেও আগামী ১২ অক্টোবর নিজের ক্যারিয়ারের শেষ টি টোয়েন্টি খেলে দীর্ঘ ১৭ বছরের টি টোয়েন্টি ক্যারিয়ারের ইতি টানবেন রিয়াদ।
২০০৭ সালে কেনিয়ার বিপক্ষে অভিষেক হওয়া মাহমুদউল্লাহ খেলেছেন দেশের হয়ে সর্বোচ্চ ১৩৯ টি টোয়েন্টি। দেশের হয়ে অনেক টি টোয়েন্টিতে অবদান রেখেছেন রিয়াদ। তার মধ্যে অন্যতম হলো শ্রীলঙ্কার বিপক্ষে ২০১৮ সালে নিদাহাস ট্রফির সেমিফাইনাল। বিতর্কিত ও শ্বাসরুদ্ধকর সেই ম্যাচে শ্রীলঙ্কার বোলার ইসুরু উদানার বলে ডিপ মিড-উইকেট দিয়ে ছক্কা হাকানো সেই মুহুর্তে এখনো দেশের ক্রিকেট প্রেমিদের মনে গেঁথে আছে। দেশের সর্বোচ্চ ১৩৯ টি টোয়েন্টি খেলা রিয়াদ ক্রিকেটের ছোট এই ফরম্যাটে করেছেন ২৩৯৫ রান। সবকিছু ঠিক থাকলে আগামী ১২ অক্টোবর হতে যাচ্ছে রিয়াদের আন্তর্জাতিক টি টোয়েন্টিতে শেষ ম্যাচ।