আসন্ন বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলবেন মুস্তাফিজুর রহমান।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এবারের নতুন দল ঢাকা ক্যাপিটালস। বাংলাদেশের মেগা স্টার শাকিব খানের কোম্পানি রিমার্ক হারল্যানের অধিনে এইবারই প্রথম বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল গঠন করতে যাচ্ছে ঢাকা ক্যাপিটালস। ঢাকা ক্যাপিটালসের প্রথম চমক হিসেবে বাংলাদেশের বাঁহাতি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে চিত্রনায়ক শাকিব খানের দল৷
ছবি:- ক্রিকলাইনবিডি |
আরও পড়ুনঃ- মাশরাফির বিরুদ্ধে মামলার অভিযোগ মিথ্যা বলছেন সিলেট স্ট্রাইকার্স।
আগামী ২৭ ডিসেম্বর শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১১ তম আসর। গেলো আসরে অংশগ্রহণ করা দুর্দান্ত ঢাকা, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এই তিনটি দলকে দেখা যাবেনা এই আসরে। তাদের বদলে বিপিএলের শুরুর প্রথম দুই আসরের অংশগ্রহণ করা চট্টগ্রাম কিংস, নতুন মালিকানায় দুর্বার রাজশাহী ও শাকিব খানের ঢাকা ক্যাপিটালসকে দেখা যাবে এই আসরে।
গেলো আসরের মতো সাতটি দল নিয়ে গঠিত হবে এবারের আসর। এই তিনটি দল ছাড়াও থাকছে রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স ও সিলেট স্ট্রাইকার্স। চলতি মাসের ১৪ অক্টোবর শুরু হবে বিপিএলের এবারের আসরের প্লেয়ার্স ড্রাফট।