সাকিব আল হাসান টেস্ট ম্যাচ খেলতে ফিরতে পারেন দেশে
ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে সংবাদ সম্মেলনে অনেকটা হুট করে টি টোয়েন্টি এবং টেস্ট থেকে নিজের অবসরের কথা জানিয়েছিলেন সাকিব আল হাসান। টি টোয়েন্টি থেকে ইতিমধ্যে বিদায় নিলেও টেস্ট থেকে বিদায় নিতে চান ঘরের মাঠ থেকে।
সাউথ আফ্রিকার বিপক্ষে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দেশের সমর্থকদের সামনে সাদা পোশাককে বিদায় বলতে চান সাকিব। কিন্তু গার্মেন্টস কর্মী হত্যা মামলার আসামি হওয়া সাকিব দেশে আসবেন কিনা তা নিয়ে ছিলো নানান রকম আলোচনা।
তাছাড়া সাকিবের বিরুদ্ধে বেশ কয়েকটি বিতর্কিত কর্মকাণ্ড রয়েছে, তার মধ্যে শেয়ার বাজারের শেয়ার কারসাজি অন্যতম।
সাকিব আল হাসানের পিক |
ছবি:- ক্রিকলাইনবিডি |
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় উপদেষ্টা
আরও পড়ুনঃ- আসন্ন বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলবেন মুস্তাফিজুর রহমান।
বিশ্বের অলরাউন্ডার ক্রিকেটার কে
এরপরে সবাই ভেবে নিয়েছিলো ভারতের বিপক্ষে কানপুরে টেস্ট-ই হতে যাচ্ছে সাকিব আল হাসানের শেষ টেস্ট। কিন্তু এবার নতুন করে শোনা যাচ্ছে সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে ঢাকায় আসতে পারেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
দেশের কিছু বিশ্বস্ত গণমাধ্যমে এমনই খবর প্রকাশ করেছেন। দেশের বিশ্বস্ত কিছু অনলাইন ক্রীড়া নিউজ পোর্টাল জানান, সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে নিজের ক্যারিয়ারের সমাপ্তি ঘটাতে ঢাকায় আসতে পারেন সাকিব।
টেস্ট ক্রিকেট বাংলাদেশ
টেস্ট শেষে নিরাপত্তা নিয়ে দেশ ছাড়ার সুযোগ থাকবে বলেও জানান সেই গণমাধ্যম গুলো। দীর্ঘ ১৮ বছরের ক্যারিয়ারের এতো লম্বা সময়ে প্রাপ্তির পাল্লা ভারি করেছেন সাকিব।
রেকর্ড ভাঙা যেনো তার হাত থেকে বল রিলিজ হওয়ার মতোই ছিলো। কিন্তু ক্যারিয়ার শেষদিকে সাদামাটা ছিলো সাকিবের পারফরম্যান্স। বিশেষ করে, ভারতের বিপক্ষে প্রথম টেস্টে খুবই মলিন ছিলেন দেশ সেরা এই ক্রিকেটার। এরপর থেকেই শুরু হয় সাকিবকে নিয়ে নানান তর্ক বিতর্ক।
টি টোয়েন্টি থেকে অবসর নেয়ায় স্বাভাবিকভাবেই টি টোয়েন্টি স্কোয়াডে নেই সাকিব। শোনা যাচ্ছিলো ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্ট শেষ করেই যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন সাকিব।
কোন মন্তব্য নেই